আত্ম কথন:
বাজার থেকে পচা মাছ কিনে বাসায় এসে মাছওয়ালার দোষ, ফরমালিনযুক্ত কৃষি পণ্য কিনে বিক্রেতাকে দোষ, ঘুষ দিয়ে অবৈধ সুবিধা আদায় করেও প্রশাসন বা সিস্টেমের দোষ, নিজ ঘরে কিশোরী কন্যাটি পরিবারের জানোয়ার দারা ধর্ষিতা হলেও সরকারের দোষ, ডাক্তারের কাছে রোগী হয়ে গিয়ে সিরিয়াল ভেঙে আগে দেখাতে না পারলে ডাক্তারের দোষ, বাসে চড়ে দুই টাকার ভাড়া ফাকি দিয়ে ড্রাইভারের অতি লোভের দোষ, নিজ সন্তান নেশাখোর- বখাটে হলে পরের সন্তানের সঙ্গ দোষ, পরীক্ষায় ফেল করলে শিক্ষকের দোষ, বিবাহীত ছেলে কথা না শুনলে পুত্রবধূর দোষ, অন্যের বাড়ি দাওয়াত খেতে গিয়ে গলা সমান গিলে এসে পাতলা পায়খানা হলে দাওয়াত খাওয়ানেয়ালার দোষ, প্রস্রাব করতে গিয়ে প্যান্ট ভিজে গেলে দর্জির দোষ-- মোট কথা হলো আমাদের জীবনে যাকিছু ঘটুক না কেনো সেটা অন্য কারো দোষে ।
নিজের কোনই দোষ নাই।
তাহলে এবার ঠান্ডা মাথায় ভাবুনতো, আমাদের জীবন ব্যবস্থার সবকিছুই যদি অন্যের দোষেই ঘটে, অন্যের প্রভাবেই যদি আমার জীবন চলে, তাহলে আমরাতো আদতেই ভীষণ বুদ্ধিমান !😭😭😭
অন্যেকে দোষ দেয়ার আগে আমাদের নিজেদের জ্ঞান, দ্বায়িত্ববোধ আর সচেতনতার পরিধি নিয়ে নতুন করে একবার ভাবা দরকার ।
বিদ্রঃ আমিতো মেধা মননে একজন চাষা মানুষ ভাই । তাই আমার ভাবনা চিন্তাও একটু চাষা চাষা । মানে একটু নিচু মননের ।
মন্তব্যসমূহ