সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চাষ যোগ্য পতিত সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীন কৃষকদের মাঝে দ্রুত বরাদ্ধ দেয়ার দাবী :

চাষ যোগ্য পতিত সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীন কৃষকদের মাঝে দ্রুত বরাদ্ধ দেয়ার দাবী :  করোনা পরবর্তী খাদ্য ও পুষ্টি ঝুঁকি এড়াতে মাননীয় প্রধানমন্ত্রী সকল চাষযোগ্য পতিত জমি কৃষির আওতায় আনার নির্দেশ দিয়েছেন । প্রধানমন্ত্রীর এই নির্দেশকে শতভাগ বাস্তবায়নের জণ্য বিভিন্ন জেলা বা উপজেলাধীন পতিত সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীন কৃষকদের মাঝে দ্রুত বরাদ্ধ দিয়ে কৃষির আওতায় আনার জোর দাবী করছি । এবং এবিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়ার জণ্য মাননীয় কৃ্ষিমন্ত্রী, মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী , মাননীয় ভূমিমন্ত্রী , মাননীয় জেলা প্রশাসকগণ ও সকল এসিল্যান্ডগনের দৃস্টি আকর্ষণ করছি --চাষা আলামিন জুয়েল ॥

ইথিক্যাল হ্যাকিংয়ের ( Ethical Hacking ) প্রয়োজনীয়তা কি? ইথিক্যাল হ্যাকিং শিখবেন কিভাবে? কিভাবে নিজের কম্পিউটার সিস্টেম কে নিরাপদ রাখবেন ?

ইথিক্যাল হ্যাকিংয়ের (Ethical Hacking ) প্রয়োজনীয়তা কি? ইথিক্যাল হ্যাকিং শিখবেন কিভাবে? কিভাবে নিজের কম্পিউটার সিস্টেম কে নিরাপদ রাখবেন ? আধুনিক দুনিয়ায় প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে নিরাপদ থাকার জন্য সাইবার সিকিউরিটি ( Cyber Security ) হল প্রধান গুরুত্বপুর্ন বিষয়। কিন্তু আমরা একজন প্রফেশনাল হ্যাকার না হলেও হ্যাকিং কিংবা সাইবার সিকিউরিটি সম্পর্কে শুনিনি, এমন লোকের সংখ্যা বর্তমানে কম।  বেশিরভাগ ক্ষেত্রে হ্যাকিং ভুলপথে ব্যবহার করা হলেও, আমাদের কিছু ধারণা রাখা উচিৎ। কারণ হ্যাকিং এর ব্যবহার শিখতে পারলে অন্তত নিজের কম্পিউটার সিস্টেম নিরাপদ রাখা সম্ভব হয়। তাই এই পোস্টে আমরা আপনাদের জানাবো ইথিক্যাল হ্যাকিং এর প্রয়োজনীয়তা, কিভাবে শুরু করতে হবে এবং কিভাবে নিজের কম্পিউটার সিস্টেম নিরাপদ রাখতে পারবেন ? ০১. হ্যাকিং এর পরিচয় অথবা হ্যাকিং কি? হ্যাকিং হলো একটি প্রসেস, যেখানে একটি কম্পিউটার বা নেটওয়ার্কে অনধিকারভাবে অ্যাক্সেস পেতে চেষ্টা করা হয়। অর্থাৎ একটি   কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ এবং নিয়ন্ত্রণ নিয়ে নিজের মতো ব্যবহার করা। এর উদ্দেশ্য কয়েক ধরণের হতে পা

হ্যাকিং কাকে বলে ( What is Hacking) ? হ্যাকিংয়ের ধরনগুলো কি?

হ্যাকিং কাকে বলে ? হ্যাকিংয়ের ধরনগুলো কি ? What is Hacking? Learn the Difference Between Legal and Illegal Hacking . আমরা ক্রমশঃ প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি। আমাদের দৈনন্দিন জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রযুক্তি। আর এই প্রযুক্তির উপর নির্ভর করেই এখন আমাদের ব্যবসা-বাণিজ্য, নিরাপত্তা, লেখাপড়া, খেলাধুলা, বিনোদন ইত্যাদি পরিচালিত হচ্ছে। কিন্তু প্রযুক্তি যেমন নিত্য নতুন বিস্ময়কর আবিষ্কার হাজির হচ্ছে, তেমনি ঝুকিও তৈরী করছে। আর এই ঝুকিগুলো তৈরী করছে হ্যাকাররা। আমরা কিন্তু প্রায়ই শুনে থাকি ওয়েবসাইট হ্যাক, ইউটিউব চ্যানেলে হ্যাক, ফেসবুক হ্যাক, ইমেইল হ্যাক, আর্থিক প্রতিষ্ঠানের টাকা গায়েব ইত্যাদি। আর এই Illegal কাজগুলো করেই থাকে হ্যাকাররা। হ্যাকিং কাকে বলে ( What's Hacking )? হ্যাকিং হলো একটি প্রযুক্তিগত সিস্টেমে প্রবেশপথ প্রাপ্তির প্রক্রিয়া, যার মাধ্যমে কেউ একটি সিস্টেম, নেটওয়ার্ক বা ডিভাইসে অনধিকার অ্যাক্সেস পায় বা প্রবেশ করে। সিস্টেমে অনধিকার প্রবেশ করার পর,সিস্টেমের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে এবং তা অপব্যবহার করে অবৈধ ক্রিয়াকর্ম স