পোল্ট্রি খামারি বন্ধুদের কিছু প্রশ্ন ও উত্তর :
#মুরগীর রানীক্ষেত ঠেকাতে কি করবো ---?
CAJউত্তর : প্রতিষেধক : বাচ্চাদের ৫-৭ দিন বয়সে বিসিআরডিবি টিকা চোখে ফোঁটা আকারে দিতে হবে। ২১ দিন বয়সে এবং ৬ মাসের বড় মোরগ-মুরগির জন্য আরডিভি ইঞ্জেকশন দিতে হবে। ১০০ মুরগির জন্য ১ টি ভায়াল যথেষ্ট।
চিকিতসা : অক্সি টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ যেমন : রেনামাইসিন, বেক্টিট্যাব, টেট্রাভেট, টেকনোমাইসিন ডিএস যেকোনো একটি ট্যাবলেট ১ লিটার পানিতে মিশিয়ে ১০ টি মুরগিকে ৩ দিন খাওয়ালে ভাল ফল পাওয়া যাবে।
#মুরগির ই করাইজা (ঠান্ডা রোগ) হলে কী করবো--?
CAJউত্তর : ঘরের ভেতর স্যাঁতস্যাতে ভাব দূর করতে হবে, আলো-বাতাসের পর্যাপ্ত প্রবাহ নিশ্চিত করতে হবে, লিটার সবসময় শুষ্ক রাখতে হবে।
আক্রান্ত মুরগিকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
ডক্সিসাইক্সিন : ১ গ্রাম ২ থেকে ৩ লিটার পানিতে মিশিয়ে দিতে হবে এবং
Ciprotrojin পাউডার: ১ লিটারে পানিতে ১ গ্রাম পরিমাণে ৫ দিন ধরে দিতে হবে।
#মুরগির কলেরা হয়েছে (জ্বর থাকে, প্রথম দিকে সবুজ ও সাদা পাতলা পায়খানা করে), কী করতে হবে--?
CAJউত্তর: প্রথমত আক্রান্ত মুরগিকে দ্রুত আলাদা করে ফেলতে হবে। অনুমোদিত যেকোনো খাবার স্যালাইন দিতে হবে । অক্সি টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ যেমন : রেনামাইসিন, বেক্টিট্যাব, টেট্রাভেট, টেকনোমাইসিন ডিএস একটি ট্যাবলেট ১ লিটার পানিতে মিশিয়ে ১০ টি মুরগিকে ৩-৫ দিন খাওয়ালে ভাল ফল পাওয়া যাবে।
সুস্থ্য মুরগীকে প্রতিষেধক হিসেবে ফাউল কলেরার টিকা ১ সিসি করে প্রতিটি মুরগির রানের মাংসে প্রয়োগ করতে হবে।
#মুরগির শ্বাসকষ্ট বা নিউমোনিয়া রোগে করণীয় কি --?
CAJউত্তর : কচুমিক্স প্লাস ১ গ্রাম ওষুধ এক লিটার পানিতে গুলিয়ে ১০টি মুরগিকে এক নাগাড়ে ৫-৭ দিন খাওয়াতে হবে। এসময় ওষুধ মিশ্রিত পানি ছাড়া অন্য পানি দেয়া উচিত হবেনা ।
#মুরগির সালমোনেলোসিস (চুনা হাগা) হয়, কী করবো ?
CAJউত্তর : Rinamycin পাউডার/Consumix পাউডার প্রতি লিটারে ১ গ্রাম করে ৪ দিন দিতে হবে।
অথবা
যেকোনো সালফার ড্রাগ ৩-৫ দিন খাওয়ানো যেতে পারে।
#মুরগীর মারেক্স রোগের লক্ষণ ও প্রতিকার কি --?
CAJ উত্তর: লক্ষণ --- ৬/১২/১৪ সপ্তাহের মুরগি এ রোগে বেশি আক্রান্ত হয়। চোখ ঘোলাটে হয়ে মুক্তার মতো সাদা হয়ে যায়, খুঁড়িয়ে হাঁটে, প্যারালাইসিস হয়।
প্রতিকার : ১ দিন বয়সের বাচ্চা মুরগিকে মারেক্স টিকা দিতে হবে। ২০০ সিসি diluents-এর সাথে গুলানোর পর ০.২ মিলি. মাংস বা ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে।
##সতর্কতা : আমি কোন অনুমোদিত প্রাণী চিকিতসক নই । পশু পাখীর চিকিতসা ভীষণ স্পর্শকাতর । তাই অনুমোদিত প্রাণী চিকিত্সক ব্যতীত চিকিতসা প্রদান বা গ্রহণ কোনোটাই বুদ্ধির পরিচায়ক নয় । আমি সাধারণত চিকিতসা প্রদান থেকে বিরত থাকি এবং নিকটস্থ অনুমোদিত প্রাণী চিকিত্সক এর সাহায্য নিতে পরামর্শ দিয়ে থাকি ।
সকলের খামার থাকুক নিরাপদ , হয়ে উঠুক লাভজনক , সেই প্রত্যাশায় --চাষা আলামিন জুয়েল ॥
#মুরগীর রানীক্ষেত ঠেকাতে কি করবো ---?
CAJউত্তর : প্রতিষেধক : বাচ্চাদের ৫-৭ দিন বয়সে বিসিআরডিবি টিকা চোখে ফোঁটা আকারে দিতে হবে। ২১ দিন বয়সে এবং ৬ মাসের বড় মোরগ-মুরগির জন্য আরডিভি ইঞ্জেকশন দিতে হবে। ১০০ মুরগির জন্য ১ টি ভায়াল যথেষ্ট।
চিকিতসা : অক্সি টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ যেমন : রেনামাইসিন, বেক্টিট্যাব, টেট্রাভেট, টেকনোমাইসিন ডিএস যেকোনো একটি ট্যাবলেট ১ লিটার পানিতে মিশিয়ে ১০ টি মুরগিকে ৩ দিন খাওয়ালে ভাল ফল পাওয়া যাবে।
#মুরগির ই করাইজা (ঠান্ডা রোগ) হলে কী করবো--?
CAJউত্তর : ঘরের ভেতর স্যাঁতস্যাতে ভাব দূর করতে হবে, আলো-বাতাসের পর্যাপ্ত প্রবাহ নিশ্চিত করতে হবে, লিটার সবসময় শুষ্ক রাখতে হবে।
আক্রান্ত মুরগিকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
ডক্সিসাইক্সিন : ১ গ্রাম ২ থেকে ৩ লিটার পানিতে মিশিয়ে দিতে হবে এবং
Ciprotrojin পাউডার: ১ লিটারে পানিতে ১ গ্রাম পরিমাণে ৫ দিন ধরে দিতে হবে।
#মুরগির কলেরা হয়েছে (জ্বর থাকে, প্রথম দিকে সবুজ ও সাদা পাতলা পায়খানা করে), কী করতে হবে--?
CAJউত্তর: প্রথমত আক্রান্ত মুরগিকে দ্রুত আলাদা করে ফেলতে হবে। অনুমোদিত যেকোনো খাবার স্যালাইন দিতে হবে । অক্সি টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ যেমন : রেনামাইসিন, বেক্টিট্যাব, টেট্রাভেট, টেকনোমাইসিন ডিএস একটি ট্যাবলেট ১ লিটার পানিতে মিশিয়ে ১০ টি মুরগিকে ৩-৫ দিন খাওয়ালে ভাল ফল পাওয়া যাবে।
সুস্থ্য মুরগীকে প্রতিষেধক হিসেবে ফাউল কলেরার টিকা ১ সিসি করে প্রতিটি মুরগির রানের মাংসে প্রয়োগ করতে হবে।
#মুরগির শ্বাসকষ্ট বা নিউমোনিয়া রোগে করণীয় কি --?
CAJউত্তর : কচুমিক্স প্লাস ১ গ্রাম ওষুধ এক লিটার পানিতে গুলিয়ে ১০টি মুরগিকে এক নাগাড়ে ৫-৭ দিন খাওয়াতে হবে। এসময় ওষুধ মিশ্রিত পানি ছাড়া অন্য পানি দেয়া উচিত হবেনা ।
#মুরগির সালমোনেলোসিস (চুনা হাগা) হয়, কী করবো ?
CAJউত্তর : Rinamycin পাউডার/Consumix পাউডার প্রতি লিটারে ১ গ্রাম করে ৪ দিন দিতে হবে।
অথবা
যেকোনো সালফার ড্রাগ ৩-৫ দিন খাওয়ানো যেতে পারে।
#মুরগীর মারেক্স রোগের লক্ষণ ও প্রতিকার কি --?
CAJ উত্তর: লক্ষণ --- ৬/১২/১৪ সপ্তাহের মুরগি এ রোগে বেশি আক্রান্ত হয়। চোখ ঘোলাটে হয়ে মুক্তার মতো সাদা হয়ে যায়, খুঁড়িয়ে হাঁটে, প্যারালাইসিস হয়।
প্রতিকার : ১ দিন বয়সের বাচ্চা মুরগিকে মারেক্স টিকা দিতে হবে। ২০০ সিসি diluents-এর সাথে গুলানোর পর ০.২ মিলি. মাংস বা ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে।
##সতর্কতা : আমি কোন অনুমোদিত প্রাণী চিকিতসক নই । পশু পাখীর চিকিতসা ভীষণ স্পর্শকাতর । তাই অনুমোদিত প্রাণী চিকিত্সক ব্যতীত চিকিতসা প্রদান বা গ্রহণ কোনোটাই বুদ্ধির পরিচায়ক নয় । আমি সাধারণত চিকিতসা প্রদান থেকে বিরত থাকি এবং নিকটস্থ অনুমোদিত প্রাণী চিকিত্সক এর সাহায্য নিতে পরামর্শ দিয়ে থাকি ।
সকলের খামার থাকুক নিরাপদ , হয়ে উঠুক লাভজনক , সেই প্রত্যাশায় --চাষা আলামিন জুয়েল ॥

মন্তব্যসমূহ