কৃষকেরাই দেশের প্রাণ :
শীতের সকাল । ভোরের কুয়াশা এখনো পুরোপুরি বিদায় হয়নি । একদিকে অমন কর্তনের সময় । অন্যদিকে বোরো মৌসুম আগত । জাত কৃষকের দু-দন্ড অবসর নাই । আমি আমরা যখন কম্বল মুড়িয়ে সুখের ঘুমে বিভোর, তখন এই বৃদ্ধ কৃষক কয়েক ঘণ্টার পরিশ্রমে পরিশ্রান্ত, ক্ষুধার্ত । বাসি ঠান্ডা ভাত তরকারী দিয়ে চলছে তার গর্জিয়াস ব্রেকফাস্ট । অভূতপূর্ব, দারুণ এক দৃশ্য না ?
হ্যা আপনার আমার কাছে দৃশ্যটা দারুণ বা মনোমুগ্ধকর মনে হতেই পারে । কারণ কম্বলের আলিঙ্গন ছেড়ে একটু ফ্রেশ হয়ে ডিম, পরোটা খেতে খেতে যখন এই দৃশ্যটা দেখবো, তখন এটা দারুণ তো মনে হবেই ।
ভাই , নিজে জমিতে কাজ করেছেন কখনো ? প্রচন্ড শীতের মধ্যে খালি পায়ে শিশির মাখা ঘাসের উপর দিয়ে ফসলের মাঠ কর্ষণ করেছেন কখনো ? হাঁটু বা কোমর সমান বরফ শীতল পানিতে নেমে ফসলী জমিতে সেচ দিয়েছেন কখনো ? অথচ এটা কৃষকের জণ্য দৈনন্দিন ঘটনা । রোদ, বৃষ্টি অথবা প্রচন্ড শীত সবই কৃষকের জীবনে সমান । তাই আপনার কাছে বিষয়টা সুখের মনে হলেও বাস্তবতা ভিন্ন । এটা কোন পিকনিক নয় বরং জীবন যুদ্ধ ।
আসুন বন্ধু , কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য দিতে না পারি, মৌলিক অধিকার নিয়ে অন্তত একটু আওয়াজ তুলি । অন্তত নূন্যতম সম্মানটুকু জানাই । মনে রাখবেন এই কৃষকেরাই আমাদের দেশের প্রাণ । কৃষক বাঁচলে বাঁচবে কৃষি । কৃষি বাঁচলে বাঁচবে দেশ --চাষা আলামিন জুয়েল ॥

মন্তব্যসমূহ