একসময় কৃষিকে উপেক্ষা করা হলেও বর্তমান প্রেক্ষাপট ভিন্ন । আমাদের কৃ্ষি গবেষণার মেধাবী বিজ্ঞানীরা নিরলস কাজ করে যাচ্ছেন । নতুন নতুন উচ্চফলনশীল, বন্যা, খরা, লবণ সহনশীল জাত উদ্ভাবন করছেন । কিছূ কিছূ ক্ষেত্রে অসংগতি বা দুর্নীতি থাকলেও কৃ্ষি সম্প্রসারণ বিভাগও মাঠপর্যায়ে কাজ করছে । সরকারী কৃষিবান্ধব অনেক পদক্ষেপই সফলতা পাচ্ছে । যুগের সঙ্গে আধুনিক হয়ে উঠছে দেশের কৃষক সমাজ । শিক্ষিত সমাজও এখন কৃষিতে আগ্রহী হয়ে উঠছে । এক কথায় দেশে একটা কৃ্ষি বিপ্লব চলছে ।
কিন্ত আমাদের কৃষিবান্ধব নীতিমালা নেই । যেকারণে উৎপাদন করেও প্রতিনিয়ত লোকসান গুনছে কৃষক । তাই এই চলমান কৃ্ষি বিপ্লবকে টেকসই করতে হলে, আরো ব্যাপকহারে উৎপাদন বৃদ্ধি করতে হলে প্রয়োজন যুগোপযোগী কৃ্ষি ও কৃষক বান্ধব নীতিমালা । তাহলেই কেবল আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো ।
সবজি ও ফল চাষের বারো মাসের পঞ্জিকা- - আমাদের দেশে সাধারণত ঋতু বা মৌসুম ছ’টি। আর কৃষির মৌসুম তিনটি- খরিফ-১, খরিফ-২ ও রবি। উৎপাদনের ওপর ভিত্তি করে যদিও কৃষি মৌসুমকে তিনভাগে ভাগ করা হয়েছে, কিন্তু ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ু এবং আমাদের প্রয়োজনের তাগিদে প্রতি মাসের প্রতিটি দিনই কিছু না কিছু কৃষি কাজ করতে হয়। চাষিরা নিজস্ব চিন্তা ধারা, চাহিদা ও আর্থিক দিক বিবেচনা করে নিজের মত প্রতিদিনের কাজ গুলোকে সাজিয়ে নিবেন ও বাস্তবে রূপ দেবেন। ক্লিক করুন: বেগুন চাষ পদ্ধতি : https://smartfarmeralaminjuel.blogspot.com/2020/01/caj.html পশু পাখি ও তাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় : https://smartfarmeralaminjuel.blogspot.com/2020/01/blog-post.html https://smartfarmeralaminjuel.blogspot.com/2020/01/blog-post_22.html বৈশাখ (মধ্য এপ্রিল-মধ্য মে): লালশাক, গিমাকলমি, ডাঁটা, পাতাপেঁয়াজ, পাটশাক, বেগুন, মরিচ, আদা, হলুদ, ঢেঁড়স বীজ বপন এর উত্তম সময় . সঙ্গে গ্রীষ্মকালীন টমেটো চারা রোপণ করতে হবে । মিষ্টিকুমড়া, করলা, ধুন্দুল, ঝিঙা, চিচিংগা, চালকুমড়া, শসার মাচা তৈরি, চারা উৎপাদন করতে হবে . কুমড়া জাতীয় সব...

মন্তব্যসমূহ