বেগুন চাষ পদ্ধতি ও #বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বেগুণের কিছু জাত এর বর্ণনা-----CAJ পোস্ট : ১ম পর্ব :
বেগুন চাষ পদ্ধতি ও #বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বেগুণের কিছু জাত এর বর্ণনা-----CAJ পোস্ট : ১ম পর্ব :
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট / বাংলাদেশ এগ্রিকালচার রিচার্স ইন্সটিউট ( বারি ) উদ্ভাবিত সকল জাতের বীজ বিএডিসি এর প্রতিটি আঞ্চলিক অফিস থেকে নির্ধারিত মূল্যে সরবরাহ করে থাকে । কিন্ত কৃষক না জানার কারণে , কম মূল্যে এসকল উন্নত জাতের বীজ সংগ্রহ করতে পারছে না । আবার কোন কোন ক্ষেত্রে বিএডিসি কর্মকর্তাদের অসহযোগিতা, উদাসিনতা লক্ষণীয় । তাই সকল কৃষকের কাছে অনুরোধ, আপনারা বিএডিসি থেকে বীজ কিনবেন এবং সমস্যা হলে উর্ধতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন ।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট / বাংলাদেশ এগ্রিকালচার রিচার্স ইন্সটিউট ( বারি ) উদ্ভাবিত সকল জাতের বীজ বিএডিসি এর প্রতিটি আঞ্চলিক অফিস থেকে নির্ধারিত মূল্যে সরবরাহ করে থাকে । কিন্ত কৃষক না জানার কারণে , কম মূল্যে এসকল উন্নত জাতের বীজ সংগ্রহ করতে পারছে না । আবার কোন কোন ক্ষেত্রে বিএডিসি কর্মকর্তাদের অসহযোগিতা, উদাসিনতা লক্ষণীয় । তাই সকল কৃষকের কাছে অনুরোধ, আপনারা বিএডিসি থেকে বীজ কিনবেন এবং সমস্যা হলে উর্ধতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন ।
বেগুনের বপন/রোপণ প্রযুক্তি----
বীজ হারঃ---- এক বিঘা জমিতে চারা লাগানোর জন্য ১৩-১৮ গ্রাম (১০ ফুট × ৩.২৫ ফুট বীজতলায় ৮ গ্রাম) বীজ লাগে।
বীজ বপন সময় ও পদ্ধতিঃ----শীতকালীন = আগস্টের শেষ থেকে মধ্য অক্টোবর পর্যন্ত (মধ্য শ্রাবন থেকে আশ্বিন মাস)
বর্ষাকালীন =জানুয়ারীর প্রথম থেকে মধ্য এপ্রিল পর্যন্ত (মধ্য পৌষ) বেড করে বীজ ছিটিয়ে দিতে হবে ।
চারার বয়সঃ---- ৩০-৩৫ দিন বয়সের চারা উপযুক্ত (৫-৬ টি পাতা)। তবে ২ মাস পর্যন্ত লাগানো যায়।
জমি তৈরীঃ---- বেডের আকারঃ দৈর্ঘ্য প্রয়োজনমত, প্রস্থঃ ২.৩৩ ফুট। এক (১) ফুট প্রশ্বস্থ এবং ৮ ইঞ্চি গভীর নালা থাকতে হবে।
সারি ও চারার দূরত্বঃ----১.৩৩ ফুট × ২.৫ ফুট (২.৩৩ ফুট বেডে একটি সারি + ১ ফুট নালা)। রোপণ দূরত্ব নির্ভর করে জাত ও মাটির উর্বরতার উপর। ( চলবে )
বীজ হারঃ---- এক বিঘা জমিতে চারা লাগানোর জন্য ১৩-১৮ গ্রাম (১০ ফুট × ৩.২৫ ফুট বীজতলায় ৮ গ্রাম) বীজ লাগে।
বীজ বপন সময় ও পদ্ধতিঃ----শীতকালীন = আগস্টের শেষ থেকে মধ্য অক্টোবর পর্যন্ত (মধ্য শ্রাবন থেকে আশ্বিন মাস)
বর্ষাকালীন =জানুয়ারীর প্রথম থেকে মধ্য এপ্রিল পর্যন্ত (মধ্য পৌষ) বেড করে বীজ ছিটিয়ে দিতে হবে ।
চারার বয়সঃ---- ৩০-৩৫ দিন বয়সের চারা উপযুক্ত (৫-৬ টি পাতা)। তবে ২ মাস পর্যন্ত লাগানো যায়।
জমি তৈরীঃ---- বেডের আকারঃ দৈর্ঘ্য প্রয়োজনমত, প্রস্থঃ ২.৩৩ ফুট। এক (১) ফুট প্রশ্বস্থ এবং ৮ ইঞ্চি গভীর নালা থাকতে হবে।
সারি ও চারার দূরত্বঃ----১.৩৩ ফুট × ২.৫ ফুট (২.৩৩ ফুট বেডে একটি সারি + ১ ফুট নালা)। রোপণ দূরত্ব নির্ভর করে জাত ও মাটির উর্বরতার উপর। ( চলবে )

মন্তব্যসমূহ
Plus, making profit with it is as simple as 1---2---3!
Here's how it all works...
STEP 1. Input into the system what affiliate products you want to push
STEP 2. Add some PUSH BUTTON TRAFFIC (it LITERALLY takes 2 minutes)
STEP 3. See how the affiliate system explode your list and sell your affiliate products all for you!
Are you ready to start making money??
The solution is right here