মরিচের রোগ সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর--
প্রশ্ন --মরিচ গাছের পাতা হলুদ হয়ে পচে যচ্ছে,প্রতিকার কি ---?
উত্তর/মতামত:
* প্রাথমিক অবস্থায় মরিচ গাছের পাতা হলুদ হয়ে পচে গেলে রিডোমিল এম.জেড-৭২ এক লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পর পর ৩ বার বীজতলার মাটি ভিজিয়ে দিতে হবে।
* বাড়ন্ত গাছে এই রোগ দেখা দিলে ১ লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিষ্টিন/ক্যাপটান গুলে আক্রান্ত গাছের গোড়ার মাটিতে দিতে হবে।
* বীজ শোধন করে জমিতে লাগাতে হবে। প্রতি কেজি বীজ ৩ গ্রাম ডাইথেন এম-৪৫ দিয়ে শোধন করতে হবে।
প্রশ্ন - মরিচ গাছের পাতা হলুদ বরন ও ফুল পঁচে যাওয়ার প্রতিকার কী ?
উত্তর / মতামত --
ছত্রাকের আক্রমনে মরিচ গাছের পাতা ও ফুল পচে যায়। এ রোগ দমন করার জন্য বীজ শোধন করে লাগাতে হবে। প্রতি কেজি বীজ ৩ গ্রাম ডাইথেন এম-৪৫/ ব্যাভিস্টিন দিয়ে শোধন করতে হবে। ১-২ টা গাছে লক্ষণ দেখা দিলে আক্রান্ত গাছ জমি থেকে উঠিয়ে ফেলতে হবে। প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম ডাইথেন এম-৪৫ মিশিয়ে ফুল আসার সময় ও পরে রোগ দেখা দেলে স্প্রে করতে হবে।
নাইট্রোজেনের অভাবে মরিচ গাছ হলুদ বর্ণ ধারণ করে। আবার ছত্রাকের কারনেও গাছ হলুদ হয়। জমিতে নাইট্রোজেন সার পরিমান মত দিতে হবে। বীজ শোধন করে জমিতে লাগাতে হবে। প্রাথমিক অবস্থায় ২ গ্রাম রিডোমিল গোল্ড এম জেড-৭২ এক লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পরপর জমিতে দিতে হবে। বাড়ন্ত গাছে এই রোগ দেখা দিলে ১ লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিস্টিন গুলে আক্রান্ত গাছের গোড়ার মাটিতে দিতে হবে।
প্রশ্ন : মরিচ গাছের বাকল পচে গাছ মরে যায়,কি করলে প্রতিকার করা যাবে --
উত্তর/মতামত:
সাধারণত: অল্প বয়স্ক মরিচ গাছে এ রোগ হতে পারে । বর্ষায় অতিরিক্ত পানি মাঠে জমে থাকলে phytophthora capsici নামক ছত্রাকের আক্রমনে মরিচে এই রোগ দেখা দিতে পারে।
ব্যবস্থাপনা:
১। মরিচের ক্ষেতে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে হবে।
২। আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে।
৩। পরবর্তীতে মরিচ চাষের জন্য সুস্থ ও সবল গাছ হতে মরিচের বীজ সংগ্রহ করতে হবে।
৪। প্রাথমিক অবস্থায় দুই গ্রাম বিড়োমিল এম.জেড-৭২ ১ লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন পর পর স্প্রে করতে হবে।
৫। বাড়ন্ত গাছে এ রোগ দেখা দিলে ১ লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিষ্টিন গুলে আক্রান্ত গাছের গোড়ার মাটিতে দিতে হবে।
প্রশ্ন : মরিচ ছিদ্রকারি পুকার আক্রমনের কারনে মরিচ পড়ে যাচ্ছে, করনিয় কি ?
উত্তর/মতামত:
মরিচ ছিদ্রকারী পোকার আক্রমনে মরিচের ফলে ছিদ্র তৈরী হয় এবং ফল ঝরে পড়ে। Spodoptere litura নামক এক ধরনের ক্যাটারপিলার মরিচের গাছে ফুল আসার আগে ডিম পাড়ে এবং পরে ফলে আক্রমন করে। ক্ষতিগ্রস্থ ফলের ভিতর পোকার বিষ্ঠা ও পচন দেখা যায় এবং ফল ঝরে পড়ে। এই পোকার আক্রমন হতে রক্ষা পাওয়ার জন্য সমন্বিত দমন ব্যবস্থাপনা অনেক বেশি কার্যকর। করণ বেশী ভাগ কীটনাশকের প্রতি এই পোকার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
• জমিতে ফেরোমন ফাদ (প্রতি বিঘায় ১৫টি হারে) ব্যবহার করে পুরুষ পোকাকে ধরে সহজে দমন করা যায়।
• আধাভাঙ্গা নিম বীজের নির্যাস গাছে ১০ দিন পর পর তিন বার স্প্রে করে এই পোকা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়।
• আক্রমন তীব্র হলে সবশেষ ব্যবস্থা হিসেবে কুইনালফস ২৫ ইসি জাতীয় কীটনাশক (কিনালাক্স/দেবীকুইড/বারলাক্স) প্রতি লিটার পানিতে ১ মিলি হারে অথবা (সাইপারমেথ্রীন) (রিপকর্ড) প্রতিলিটার ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
মরিচের রোগ-বালাই বা চাষ ব্যবস্থাপনা সম্পর্কে আরো সহযোগীতা প্রয়োজন হলে নিচে উল্লেখিত নাম্বারে অফিস চলাকালীন সময়ে যোগোযোগ করতে পারেন--
#মোহাম্মদ মতিন আকন্দ ,ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর মোবাইল- ০১৭১৬-৭৪৮৪৭২
##সকল কৃষক বন্ধুদের জন্য শুভকামনা--চাষা আলামীন জুয়েল.
উত্তর / মতামত --
ছত্রাকের আক্রমনে মরিচ গাছের পাতা ও ফুল পচে যায়। এ রোগ দমন করার জন্য বীজ শোধন করে লাগাতে হবে। প্রতি কেজি বীজ ৩ গ্রাম ডাইথেন এম-৪৫/ ব্যাভিস্টিন দিয়ে শোধন করতে হবে। ১-২ টা গাছে লক্ষণ দেখা দিলে আক্রান্ত গাছ জমি থেকে উঠিয়ে ফেলতে হবে। প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম ডাইথেন এম-৪৫ মিশিয়ে ফুল আসার সময় ও পরে রোগ দেখা দেলে স্প্রে করতে হবে।
নাইট্রোজেনের অভাবে মরিচ গাছ হলুদ বর্ণ ধারণ করে। আবার ছত্রাকের কারনেও গাছ হলুদ হয়। জমিতে নাইট্রোজেন সার পরিমান মত দিতে হবে। বীজ শোধন করে জমিতে লাগাতে হবে। প্রাথমিক অবস্থায় ২ গ্রাম রিডোমিল গোল্ড এম জেড-৭২ এক লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পরপর জমিতে দিতে হবে। বাড়ন্ত গাছে এই রোগ দেখা দিলে ১ লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিস্টিন গুলে আক্রান্ত গাছের গোড়ার মাটিতে দিতে হবে।
প্রশ্ন : মরিচ গাছের বাকল পচে গাছ মরে যায়,কি করলে প্রতিকার করা যাবে --
উত্তর/মতামত:
সাধারণত: অল্প বয়স্ক মরিচ গাছে এ রোগ হতে পারে । বর্ষায় অতিরিক্ত পানি মাঠে জমে থাকলে phytophthora capsici নামক ছত্রাকের আক্রমনে মরিচে এই রোগ দেখা দিতে পারে।
ব্যবস্থাপনা:
১। মরিচের ক্ষেতে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে হবে।
২। আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে।
৩। পরবর্তীতে মরিচ চাষের জন্য সুস্থ ও সবল গাছ হতে মরিচের বীজ সংগ্রহ করতে হবে।
৪। প্রাথমিক অবস্থায় দুই গ্রাম বিড়োমিল এম.জেড-৭২ ১ লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন পর পর স্প্রে করতে হবে।
৫। বাড়ন্ত গাছে এ রোগ দেখা দিলে ১ লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিষ্টিন গুলে আক্রান্ত গাছের গোড়ার মাটিতে দিতে হবে।
প্রশ্ন : মরিচ ছিদ্রকারি পুকার আক্রমনের কারনে মরিচ পড়ে যাচ্ছে, করনিয় কি ?
উত্তর/মতামত:
মরিচ ছিদ্রকারী পোকার আক্রমনে মরিচের ফলে ছিদ্র তৈরী হয় এবং ফল ঝরে পড়ে। Spodoptere litura নামক এক ধরনের ক্যাটারপিলার মরিচের গাছে ফুল আসার আগে ডিম পাড়ে এবং পরে ফলে আক্রমন করে। ক্ষতিগ্রস্থ ফলের ভিতর পোকার বিষ্ঠা ও পচন দেখা যায় এবং ফল ঝরে পড়ে। এই পোকার আক্রমন হতে রক্ষা পাওয়ার জন্য সমন্বিত দমন ব্যবস্থাপনা অনেক বেশি কার্যকর। করণ বেশী ভাগ কীটনাশকের প্রতি এই পোকার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
• জমিতে ফেরোমন ফাদ (প্রতি বিঘায় ১৫টি হারে) ব্যবহার করে পুরুষ পোকাকে ধরে সহজে দমন করা যায়।
• আধাভাঙ্গা নিম বীজের নির্যাস গাছে ১০ দিন পর পর তিন বার স্প্রে করে এই পোকা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়।
• আক্রমন তীব্র হলে সবশেষ ব্যবস্থা হিসেবে কুইনালফস ২৫ ইসি জাতীয় কীটনাশক (কিনালাক্স/দেবীকুইড/বারলাক্স) প্রতি লিটার পানিতে ১ মিলি হারে অথবা (সাইপারমেথ্রীন) (রিপকর্ড) প্রতিলিটার ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
মরিচের রোগ-বালাই বা চাষ ব্যবস্থাপনা সম্পর্কে আরো সহযোগীতা প্রয়োজন হলে নিচে উল্লেখিত নাম্বারে অফিস চলাকালীন সময়ে যোগোযোগ করতে পারেন--
#মোহাম্মদ মতিন আকন্দ ,ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর মোবাইল- ০১৭১৬-৭৪৮৪৭২
##সকল কৃষক বন্ধুদের জন্য শুভকামনা--চাষা আলামীন জুয়েল.

মন্তব্যসমূহ
That's because hidden in these 12 words is a "secret signal" that triggers a man's impulse to love, treasure and guard you with his entire heart...
12 Words That Fuel A Man's Desire Instinct
This impulse is so hardwired into a man's genetics that it will make him try harder than before to do his best at looking after your relationship.
In fact, triggering this powerful impulse is absolutely mandatory to getting the best ever relationship with your man that as soon as you send your man one of the "Secret Signals"...
...You'll instantly notice him expose his heart and mind to you in such a way he's never expressed before and he'll identify you as the only woman in the world who has ever truly understood him.