সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শিক্ষিত কৃষক এখন সময়ের দাবী:

শিক্ষিত কৃষক এখন সময়ের দাবী  :

আমাদের দেশের মানুষ শিক্ষিত হচ্ছে ।  কিন্ত শিক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য চাকুরী আথবা ব্যবসা ।  আমরা আমাদের উত্তরসুরিদের মানুষিক ভাবে ছোটবেলা থেকে এমনই একটি ধারণা দিয়ে থাকি ।  কিন্ত কেউ তার ছোট ভাই কিংবা বাচ্চাকে কখনো কি বলেছি যে . . . . মন দিয়ে লেখাপড়া কর, একজন আধুনিক কৃষক হতে হবে ! ! আমাদের দেশের প্রেক্ষাপটে এটা পাগলের প্রলাপ তাই না  ?





https://smartfarmeralaminjuel.blogspot.com/2018/09/blog-post.html



কিন্তু একবার ভেবে দেখুন , আপনার শিক্ষিত ছেলেটি এখন বেকার ঘুরে বেড়ায়। চাকুরী না পেয়ে আপনার কাছে ব্যবসা করার জন্য মূলধন চায়।  কিন্ত আপনি সন্তান শিক্ষিত করতে গিয়েই পুঁজি শেষ করেছেন। ব্যবসা করার জন্য দেবার মত অবশিষ্ট পুঁজি নেই আপনার হাতে। কিন্ত শিক্ষিত ছেলেটি বেকার ঘুরে বেড়ায়, এটাও ভালো লাগেনা আপনার। তাই এবার জমি-জমা শেষ সম্বল বিক্রয় করে হয় ব্যবসার জন্য আথবা বিদেশ পাঠাতে টাকা তুলে দিলেন সন্তানের হাতে ।  ব্যবসায় সফলতা আসলে ভলো , নয়তো সব শেষ । আর বিদেশ গিয়ে আপনার সন্তান কি কাজ করবে ?  যে কোন শ্রমিক এর কাজই করতে হবে তাকে ।

তাহলে এবার হিসেবটা মেলান ।  শ্রমিকই যদি হলাম তাহলে নিজের খামারে কেন নয়  ? কেন শিক্ষা গ্রহন করার পরও বেকার বসে থাকা ?  যদি শুরু থেকেই ছেলেটি মানুষিক ভাবে প্রস্তুত থাকতো , তা হলে লেখা পড়া শেষ করেই সে নিজেকে কাজে নিয়োজিত করতে পারতো। আপনার যে জমি বিক্রয় করে তাকে বিদেশে লেবারি করতে পাঠাতে হলো, সেই জমিই হয়ে উঠতো সম্পদ। আর বিদেশ গিয়ে শ্রমিক না হয়ে সেই শ্রমটা নিজের জমিতে দিতে পারতো। পাশাপশি আরো কিছু মানুষের কর্ম সংস্থান করে দিতে পারতো।
হ্যা প্রশ্ন থাকে, আমাদের দেশের প্রেক্ষাপটে কৃ্ষি কাজ কতটা লাভজনক ? যেখানে প্রতিনিয়ত কৃষক লোকসান গুনছে, সেখানে কৃ্ষি সেক্টরে নতুন উদ্দ্যোগতা আসবে কোন সাহসে ? তারপরও উৎপাদন না হয় হলো । কিন্ত দেশের বাজার ব্যবস্থপনা সেতো কৃষকের বড় অন্তরায় । সেক্ষেত্রে কৃষক ভীষণ অসহায় । তাহলে কেনো এই ঝুঁকির পেশা বেছে নেবো ?

আসলে রাতারাতি কিছুই পরিবর্তন হয়না । যুগ যুগ ধরে আস্তে আস্তে একটা প্লাটফর্ম তৈরী হয় । আজকের উন্নত বিশ্বের দিকে যদি আমরা খেয়াল করি, সেখানে কৃষিতে আমূল পরিবর্তন হয়েছে । সেজন্য সকলের সম্মিলিত চেস্টা, আজকের এই সাফল্য ।

অস্বীকার করার উপায় নেই যে, আমাদের দেশের সরকারগুলো কৃ্ষি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে । কৃ্ষি নিয়ে গবেষণা, নতুন নতুন উদ্ভাবন, কৃ্ষি যান্ত্রিকীকরণ, কৃ্ষি সেক্টরে ভর্তুকি এসব চোখে পরার মতো । কৃষিতে উন্নয়নও হয়েছে বা হচ্ছে । কিন্ত সেটা ভীষণ মন্থর গতিতে । এজন্য দুটো জিনিস দায়ী ।
১.আমাদের দূরদর্শী সঠিক পরিকল্পনার অভাব ২.ব্যাপক দুর্নীতি ।

আর এজন্যই কৃষক হিসেবে দরকার শিক্ষিত জনগোষ্ঠী । কারণ শিক্ষিত জনগোষ্টি যখন কৃষিতে মনোযোগী হবে , তখনই পরিবর্তন হয়ে যাবে প্রেক্ষাপট । যেখানেই অসংগতি, সেখানেই হবে প্রতিবাদ, প্রতিরোধ। কৃষি কাজ হয়ে উঠবে তথ্যনির্ভর, যন্ত্রনির্ভর,  আরো আধুনিক। বদলে যাবে পুরো কৃষি ব্যবস্থা । কখন কোন ফসল চাষ করলে লাভ হবে, ধান চাষে লোকসান হচ্ছে ? তাহলে বিকল্প কোনটা লাভজনক কৃ্ষি, কোন জমিতে কোন ফসল চাষের উপযোগী, একফসলি-দোফসলি জমিকে কিভাবে তিন বা চার ফসলি করা যায় ইত্যদি বিষয়ে কেবল একজন শিক্ষিত কৃষকই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে । গদবাধা কৃ্ষি থেকে বেড়িয়ে এসে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে চাই শিক্ষিত কৃষক সমাজ । আর তাহলেই কেবল সমৃদ্ধ হবে কৃষকের জীবনযাত্রা । .  . . . . .  চাষা আলামীন জুয়েল ॥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সবজি ও ফল চাষের বারো মাসের পঞ্জিকা:,

সবজি ও ফল চাষের বারো মাসের পঞ্জিকা- - আমাদের দেশে সাধারণত ঋতু বা মৌসুম ছ’টি। আর কৃষির মৌসুম তিনটি- খরিফ-১, খরিফ-২ ও রবি। উৎপাদনের ওপর ভিত্তি করে যদিও কৃষি মৌসুমকে তিনভাগে ভাগ করা হয়েছে, কিন্তু ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ু এবং আমাদের প্রয়োজনের তাগিদে প্রতি মাসের প্রতিটি দিনই কিছু না কিছু কৃষি কাজ করতে হয়। চাষিরা নিজস্ব চিন্তা ধারা, চাহিদা ও আর্থিক দিক বিবেচনা করে নিজের মত প্রতিদিনের কাজ গুলোকে সাজিয়ে নিবেন ও বাস্তবে রূপ দেবেন।  ক্লিক করুন: বেগুন চাষ পদ্ধতি : https://smartfarmeralaminjuel.blogspot.com/2020/01/caj.html পশু পাখি ও তাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় : https://smartfarmeralaminjuel.blogspot.com/2020/01/blog-post.html https://smartfarmeralaminjuel.blogspot.com/2020/01/blog-post_22.html বৈশাখ (মধ্য এপ্রিল-মধ্য মে): লালশাক, গিমাকলমি, ডাঁটা, পাতাপেঁয়াজ, পাটশাক, বেগুন, মরিচ, আদা, হলুদ, ঢেঁড়স বীজ বপন এর উত্তম সময় . সঙ্গে গ্রীষ্মকালীন টমেটো চারা রোপণ করতে হবে । মিষ্টিকুমড়া, করলা, ধুন্দুল, ঝিঙা, চিচিংগা, চালকুমড়া, শসার মাচা তৈরি, চারা উৎপাদন করতে হবে . কুমড়া জাতীয় সব...

পরিবারিক খামারে দেশী জাতের মুরগী পালনের লাভজনক উপায় :

পারিবারিক খামারে দেশী জাতের মুরগী পালনের লাভজনক উপায়ঃ--- আমাদের গ্রামীণ জনপদে আগে বেশীরভাগ ঘরে দেশী মুরগী পালন করা হতো। রাত-বিরাতে বাড়ীতে অতিথি এলে এই মুরগী জবাই করে আপ্যায়নের ব্যাবস্থা করা হতো। এমনকি মাঝে মাঝে গভীর রাতেও মুরগীর ডাকে ঘুম ভেঙ্গে যেতো। পরে জানতে পারতাম, মেহমান এসেছে তাই রাতেই মুরগী জবেহ করা হচ্ছে। কিন্তু বর্তমানে রাতে তো দুরের কথা, দিনের বেলাতে পুরো এলাকা খুঁজে বেড়ালেও দেশী মুরগী খুব বেশী পাওয়া যাবে না। কারন আজ আর গ্রামীণ জনপদের মানুষ দেশী মুরগী আগের মত পালন করে না। কিন্তু এর কারন কি ? কেন মানুষ দেশী জাতের মুরগী পালন করছে না ? কি এর প্রতিবন্ধকতা ? কেন ক্রমশ হারিয়ে যাচ্ছে আমাদের দেশী জাতের মুরগী ? সকলের অভিজ্ঞতালব্ধ মতামত কামনা করছি। এবং আপনাদের আলোচনা ও মতামতের আলোকে পরবর্তীতে দেশী জাতের মুরগী নিয়ে কিছু লেখার আশা করছি------- #উপরোল্লিখিত আহ্বানটি জানাই,আলোচনা/ মতামত গ্রহনের জন্য গত ২৫/০৭/২০১৬ ইং তারিখে। যাতে করে প্রকৃত কারন গুলো খুঁজে বের করে একটি ফলপ্রসূ সমাধান দেয়া যায় এবং দেশী মুরগী সফল ভাবে পালনে আবার সকলকে আগ্রহী করে তোলা যায়। আলহামদুলিল্লাহ্‌, অভুতপূর্ব সারা ...

পোল্ট্রি খামারি বন্ধুদের কিছু প্রশ্ন ও উত্তর :

পোল্ট্রি খামারি বন্ধুদের কিছু প্রশ্ন ও উত্তর : #মুরগীর রানীক্ষেত ঠেকাতে কি করবো ---? CAJউত্তর : প্রতিষেধক : বাচ্চাদের ৫-৭ দিন বয়সে বিসিআরডিবি টিকা চোখে ফোঁটা আকারে দিতে হবে। ২১ দিন বয়সে এবং ৬ মাসের বড় মোরগ-মুরগির জন্য আরডিভি ইঞ্জেকশন দিতে হবে। ১০০ মুরগির জন্য ১ টি ভায়াল যথেষ্ট। চিকিতসা : অক্সি টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ যেমন : রেনামাইসিন, বেক্টিট্যাব, টেট্রাভেট, টেকনোমাইসিন ডিএস যেকোনো একটি ট্যাবলেট ১ লিটার পানিতে মিশিয়ে ১০ টি মুরগিকে ৩ দিন খাওয়ালে ভাল ফল পাওয়া যাবে। #মুরগির ই করাইজা (ঠান্ডা রোগ) হলে কী করবো--? CAJউত্তর : ঘরের ভেতর স্যাঁতস্যাতে ভাব দূর করতে হবে, আলো-বাতাসের পর্যাপ্ত প্রবাহ নিশ্চিত করতে হবে, লিটার সবসময় শুষ্ক রাখতে হবে। আক্রান্ত মুরগিকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ডক্সিসাইক্সিন : ১ গ্রাম ২ থেকে ৩ লিটার পানিতে মিশিয়ে দিতে হবে এবং Ciprotrojin পাউডার: ১ লিটারে পানিতে ১ গ্রাম পরিমাণে ৫ দিন ধরে দিতে হবে। #মুরগির কলেরা হয়েছে (জ্বর থাকে,  প্রথম দিকে সবুজ ও সাদা পাতলা পায়খানা করে), কী করতে হবে--? CAJউত্তর: প্রথমত আক্রান্ত মুরগিকে দ্রুত আলাদা করে ...