আল্লাহ তোমাদের সহায় হোন :
আমাদের দেশে বিভিন্ন ধরনের কলা রয়েছে । যেমন শবরী কলা, কাঁঠালি কলা,সাগর কলা, বিচি কলা, চাঁপা কলা, ছলাকলা ইত্যাদি । কিন্ত ততক্ষন পর্যন্ত কোন কলাই মানুষের দৃস্টি করেনা, যতক্ষন যাবৎ ষোলো কলা পূর্ন না হয় । নিরাপদ সড়ক এর আন্দোলন দেশে প্রথম নয় । বহু জীবনের বিনিময়েও সড়কের নিরাপত্তা বিধানে কোন ফলপ্রসূ পদক্ষেপ চোখে পারেনি বা সড়ক নিরাপদ হয়নি । বরং বাংলাদেশের সড়ক যেনো এক মৃত্যুদূত । পরিবহন সেক্টরের নৈরাজ্য যেনো বন্ধ করার ক্ষমতা কারো নাই ।
কিন্ত এবার পরাপর দুটি দুর্ঘটনায় একাধিক ছাত্র - ছাত্রী মৃত্যু মর্মাহত করেছে সকল বয়সের ও শ্রেণীপেশার মানুষকে । তারউপর আমাদের দেশের স্বন্তানহীন, বিবেগহীন, সদা উচ্চ রক্তচাপে আক্রান্ত আইনের সেবকদের হাতে নির্মম ভাবে কোমল মতি শিশুদের রক্ত ঝরা নাড়া দিলো পুরো জাতিকে । এবার পূর্ন হলো ষোলো কলা । রাস্তায় কোমল মতি ছাত্রসমাজ এর সংগে অবিভাবকদের উপস্থিতি, সঙ্গে বাড়ছে সাধারন মানুষ । এবার একটা ভালো কিছু আসা করতেই পারি ।
#কিন্ত ভয় আর শংকা ও করছি অন্য কারনে । আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে যে কোন আন্দোলনে যুক্ত হয় নোংরা রাজনীতি । একশ্রেনীর মানুষরূপী কুকুর হাড্ডির গন্ধ খুঁজে বেড়ায় । শান্তিপ্রিয় মানুষের শান্তিপূর্ন আন্দোলনকে ভিন্ন উদ্দ্যেশে, ভিন্ন পথে পরিচালনা করে । যে কারনে গণমানুষ এর আন্দোলন বারবার ব্যার্থ হয় ।
তাই আলো আর অন্ধকার এর দোলাচলে দুরুদুরু কাঁপছে হৃদয় । আল্লাহর দরবারে সকল দেশবাসী সাধারন মানুষ ফরিয়াদ করুন, কোমল মতি ছাত্র সমাজের শান্তিপ্রিয় এবং অর্থবহ আন্দোলন যেনো সফল হয় । আল্লাহ যেনো সকল চক্রান্ত ও অপশক্তির হাত থেকে ওদের হেফাজত করেন -- আমিন ।
আমাদের দেশে বিভিন্ন ধরনের কলা রয়েছে । যেমন শবরী কলা, কাঁঠালি কলা,সাগর কলা, বিচি কলা, চাঁপা কলা, ছলাকলা ইত্যাদি । কিন্ত ততক্ষন পর্যন্ত কোন কলাই মানুষের দৃস্টি করেনা, যতক্ষন যাবৎ ষোলো কলা পূর্ন না হয় । নিরাপদ সড়ক এর আন্দোলন দেশে প্রথম নয় । বহু জীবনের বিনিময়েও সড়কের নিরাপত্তা বিধানে কোন ফলপ্রসূ পদক্ষেপ চোখে পারেনি বা সড়ক নিরাপদ হয়নি । বরং বাংলাদেশের সড়ক যেনো এক মৃত্যুদূত । পরিবহন সেক্টরের নৈরাজ্য যেনো বন্ধ করার ক্ষমতা কারো নাই ।
কিন্ত এবার পরাপর দুটি দুর্ঘটনায় একাধিক ছাত্র - ছাত্রী মৃত্যু মর্মাহত করেছে সকল বয়সের ও শ্রেণীপেশার মানুষকে । তারউপর আমাদের দেশের স্বন্তানহীন, বিবেগহীন, সদা উচ্চ রক্তচাপে আক্রান্ত আইনের সেবকদের হাতে নির্মম ভাবে কোমল মতি শিশুদের রক্ত ঝরা নাড়া দিলো পুরো জাতিকে । এবার পূর্ন হলো ষোলো কলা । রাস্তায় কোমল মতি ছাত্রসমাজ এর সংগে অবিভাবকদের উপস্থিতি, সঙ্গে বাড়ছে সাধারন মানুষ । এবার একটা ভালো কিছু আসা করতেই পারি ।
#কিন্ত ভয় আর শংকা ও করছি অন্য কারনে । আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে যে কোন আন্দোলনে যুক্ত হয় নোংরা রাজনীতি । একশ্রেনীর মানুষরূপী কুকুর হাড্ডির গন্ধ খুঁজে বেড়ায় । শান্তিপ্রিয় মানুষের শান্তিপূর্ন আন্দোলনকে ভিন্ন উদ্দ্যেশে, ভিন্ন পথে পরিচালনা করে । যে কারনে গণমানুষ এর আন্দোলন বারবার ব্যার্থ হয় ।
তাই আলো আর অন্ধকার এর দোলাচলে দুরুদুরু কাঁপছে হৃদয় । আল্লাহর দরবারে সকল দেশবাসী সাধারন মানুষ ফরিয়াদ করুন, কোমল মতি ছাত্র সমাজের শান্তিপ্রিয় এবং অর্থবহ আন্দোলন যেনো সফল হয় । আল্লাহ যেনো সকল চক্রান্ত ও অপশক্তির হাত থেকে ওদের হেফাজত করেন -- আমিন ।

মন্তব্যসমূহ