আসুন, অন্তত একবার চেস্টা করে দেখি : ----
বোরো ধান কর্তনের সময় নিকটবর্তী । কৃষক আনন্দিত । কিন্ত এই আনন্দ নিরানন্দে পরিনত হয় তখনই, যখন কৃষক তার কস্টে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় ।
সরকার ইতিমধ্যে প্রতিমন ধানের মূল্য ১০৫০।= টাকা নির্ধারন করেছে। প্রতিবারই সরকারি শস্য ভান্ডারে খাদ্যশস্য সংগ্রহের জন্য এমন ঘোষণা আসে । কিন্ত এর সুফল প্রকৃত কৃষক ভোগ করতে পারেনা । মধ্যস্বত্বভোগীরাই বিনা পরিশ্রমে মধু খেয়ে যায় ।
তাই আগেভাগেই কৃষক ভাইদের সচেতন হতে হবে । য়েসকল এলাকা থেকে ধান সংগ্রহ করা হবে, সেসকল এলাকার সকল কৃষক একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে । কোন মাধ্যম ছাড়াই আগেভাগে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে । যদি সেখান থেকে সহযোগিতা পাওয়া যায়, তাহলে ভালো । আর কাংখিত সহযোগিতা না পেলে জেলা প্রশাসক, জেলা কৃষি সমপ্রসারন কর্মকতার সঙ্গে যোগাযোগ করতে হবে । যদি তালিকা বা কার্ডের মাধ্যমে ধান সংগ্রহ কার্য্যক্রম পরিচালিত হয়, তাহলে আপনার বা আপনার এলাকার আগ্রহী কৃষক ভাইদের নাম বাদ পড়েছে কিনা, সেটা সতর্কতার সঙ্গে খোঁজখবর রাখতে হবে ।
বন্ধু আমরা দেশের হতভাগ্য কৃষক । আমাদের একে অন্যকে সহযোগিতা করতে হবে । এলাকা ভিত্তিক ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ন্যায্য অধিকারে সোচ্চার হতে হবে । আর এভাবেই এক সময়ে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হলে, কৃষকের পক্ষে ন্যায়সংগত সকল অধিকার, দাবী পেশ করা বা অধিকার অর্জন করা সম্ভব হবে ।
#আমি CAJ আমার এলাকার কৃষককে ঐক্যবদ্ধ করতে, উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্য সেবা প্রাপ্তিতে সাধ্যমত কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ । প্রিয় বন্ধু, আপনি কি আপনার এলাকার কৃষকের জন্য একটু দ্বায়ীত্ব কাধে নিতে পারবেন না । আসুননা, অন্তত একবার চেস্টাতো করে দেখি ।
---শুভকামনায় চাষা আলামিন জুয়েল ॥
বোরো ধান কর্তনের সময় নিকটবর্তী । কৃষক আনন্দিত । কিন্ত এই আনন্দ নিরানন্দে পরিনত হয় তখনই, যখন কৃষক তার কস্টে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় ।
সরকার ইতিমধ্যে প্রতিমন ধানের মূল্য ১০৫০।= টাকা নির্ধারন করেছে। প্রতিবারই সরকারি শস্য ভান্ডারে খাদ্যশস্য সংগ্রহের জন্য এমন ঘোষণা আসে । কিন্ত এর সুফল প্রকৃত কৃষক ভোগ করতে পারেনা । মধ্যস্বত্বভোগীরাই বিনা পরিশ্রমে মধু খেয়ে যায় ।
তাই আগেভাগেই কৃষক ভাইদের সচেতন হতে হবে । য়েসকল এলাকা থেকে ধান সংগ্রহ করা হবে, সেসকল এলাকার সকল কৃষক একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে । কোন মাধ্যম ছাড়াই আগেভাগে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে । যদি সেখান থেকে সহযোগিতা পাওয়া যায়, তাহলে ভালো । আর কাংখিত সহযোগিতা না পেলে জেলা প্রশাসক, জেলা কৃষি সমপ্রসারন কর্মকতার সঙ্গে যোগাযোগ করতে হবে । যদি তালিকা বা কার্ডের মাধ্যমে ধান সংগ্রহ কার্য্যক্রম পরিচালিত হয়, তাহলে আপনার বা আপনার এলাকার আগ্রহী কৃষক ভাইদের নাম বাদ পড়েছে কিনা, সেটা সতর্কতার সঙ্গে খোঁজখবর রাখতে হবে ।
বন্ধু আমরা দেশের হতভাগ্য কৃষক । আমাদের একে অন্যকে সহযোগিতা করতে হবে । এলাকা ভিত্তিক ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ন্যায্য অধিকারে সোচ্চার হতে হবে । আর এভাবেই এক সময়ে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হলে, কৃষকের পক্ষে ন্যায়সংগত সকল অধিকার, দাবী পেশ করা বা অধিকার অর্জন করা সম্ভব হবে ।
#আমি CAJ আমার এলাকার কৃষককে ঐক্যবদ্ধ করতে, উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্য সেবা প্রাপ্তিতে সাধ্যমত কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ । প্রিয় বন্ধু, আপনি কি আপনার এলাকার কৃষকের জন্য একটু দ্বায়ীত্ব কাধে নিতে পারবেন না । আসুননা, অন্তত একবার চেস্টাতো করে দেখি ।
---শুভকামনায় চাষা আলামিন জুয়েল ॥

মন্তব্যসমূহ