ন্যায্য অধিকার পেতে হলে সচেতন ও সংগঠিত হতে হবে কৃষকদের ---
বন্ধুরা , ভালো করে একবার কৃষকের চেহরাগুলো দেখুন , শরীরের আবস্থা দেখুন , মুখগুলো দেখুন । কিছু বুঝতে পারেন ? সরকারি বেতন -ভাতা - বোনাস নেই এদের জন্য । নেই ঝুঁকি ভাতা । নেই চিকিৎসা বা উৎসব ভাতা । নেই কোন অবসর ভাতা ।
অথচ সরকারি একজন পিয়ন ও আজ কোটি কোটি টাকার সম্পদের অধিকারী। কি বিচিত্র মানুষ আমরা , কি বিচিত্র সমাজ ব্যবস্থা , কি অদ্ভুত আমাদের রাষ্ট্র ব্যবস্থা ! !
বন্ধুরা , ভালো করে একবার কৃষকের চেহরাগুলো দেখুন , শরীরের আবস্থা দেখুন , মুখগুলো দেখুন । কিছু বুঝতে পারেন ? সরকারি বেতন -ভাতা - বোনাস নেই এদের জন্য । নেই ঝুঁকি ভাতা । নেই চিকিৎসা বা উৎসব ভাতা । নেই কোন অবসর ভাতা ।
তবে আছে #প্রাকৃতিক দূর্যোগ, #সামাজিক ও #পারিবারিক #অপমানের #বোঝা, #বাজার #অব্যবস্থাপনার #বোঝা, মাথার উপরে #ঋণের #বোঝা , #পরিবারের #ভরন - #পোষণের #বোঝা , #পিতা-মাতা - #স্ত্রী -স্বন্তানদের #চোখের #পানির #বোঝা #রোগা #শরীরের #বোঝা । তারপরও এই নিরীহ অসহায় কৃষকশ্রেনী সকল কিছু মুখ বুঝে সয়ে যাচ্ছে , হাড় ভাঙ্গা খাটুনি দিয়ে সকল প্রতিকুল পরিবেশের মধ্যেও মাঠে ফসল ফোলানোর চেষ্টা করে যাচ্ছে । হাড্ডিসার শরীর নিয়ে, মাটিতে হাটু গেড়ে, কাধে জোয়াল সেটে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে । কিন্ত বিনিময়ে সামান্যতম সামাজিক মর্যাদাটুকুও পায়না এই মানুষ গুলো ।
অথচ সরকারি একজন পিয়ন ও আজ কোটি কোটি টাকার সম্পদের অধিকারী। কি বিচিত্র মানুষ আমরা , কি বিচিত্র সমাজ ব্যবস্থা , কি অদ্ভুত আমাদের রাষ্ট্র ব্যবস্থা ! !
বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী সংগঠন রয়েছে । মাঝে মধ্যে তাদের কে বিভিন্ন দাবী আদায়ে প্রতিবাদ, আন্দোলন, ধর্মঘট করতেও দেখা যায় । দাবীও আদায় হয় । তবে সে সকল পেশাজীবীদের আন্দোলন - ধর্মঘটে সাময়িক সমস্যা হলেও দেশের অর্থ - সম্পদের খুব বেশী ক্ষতি হয় না বা দেশ অচল হয়ে যায় না। কিন্ত একবার ভেবে দেখুন , এই অর্ধাহারে - অনাহারে থাকা অভ্যস্ত কৃষক শ্রেনী যদি একবার সংগঠিত হয় আর যে কোন এক মৌসুম ফসল উৎপাদন বন্ধ রাখে ? দয়া করে সবাই বাস্তবতার নিরিখে জবাব দিন ।
#বি : দ্র : হয়তো এদেশের কৃষক কখোনোই সংগঠিত হবেনা। কারন সেই শক্তি বা সাহস কোনটাই কৃষকের নেই বা অর্জিত হবেনা । কিন্ত আমি চাষা আলামিন জুয়েল কৃষকের জন্য ,কৃষক কে সংগঠিত করার জন্য , তাদের সচেতনতা বৃদ্ধি করে ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরন সচেষ্ট থাকবো ইনশাল্লাহ্ । আমি চাই আমার দেশের কৃষক ভালো থাকুক । কৃষকের মুখে হাসি ফুটুক । কৃষকের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটুক । আর কৃষক ভালো থাকলে এগিয়ে যাবে কৃষি। নতুন তরুন শিক্ষিত সমাজের লোকেরা কৃষি কাজে সম্পৃক্ত হলেই এমনিতেই বদলে যাবে কৃষকের আর্থ সামাজিক অবস্থা, আর তখনই সমৃদ্ধ হবে সোনার বাংলাদেশ ।
#অনেক অনেক ভালো থাকুক আমার দেশের কৃষক ভাই বোনেরা .. . চাষা আলামিন জুয়েল ॥
#বি : দ্র : হয়তো এদেশের কৃষক কখোনোই সংগঠিত হবেনা। কারন সেই শক্তি বা সাহস কোনটাই কৃষকের নেই বা অর্জিত হবেনা । কিন্ত আমি চাষা আলামিন জুয়েল কৃষকের জন্য ,কৃষক কে সংগঠিত করার জন্য , তাদের সচেতনতা বৃদ্ধি করে ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরন সচেষ্ট থাকবো ইনশাল্লাহ্ । আমি চাই আমার দেশের কৃষক ভালো থাকুক । কৃষকের মুখে হাসি ফুটুক । কৃষকের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটুক । আর কৃষক ভালো থাকলে এগিয়ে যাবে কৃষি। নতুন তরুন শিক্ষিত সমাজের লোকেরা কৃষি কাজে সম্পৃক্ত হলেই এমনিতেই বদলে যাবে কৃষকের আর্থ সামাজিক অবস্থা, আর তখনই সমৃদ্ধ হবে সোনার বাংলাদেশ ।
#অনেক অনেক ভালো থাকুক আমার দেশের কৃষক ভাই বোনেরা .. . চাষা আলামিন জুয়েল ॥





মন্তব্যসমূহ