পরিবেশবান্ধব উপায়ে বালাই ব্যবস্হাপনা--
নিমপাতা--
১ কেজি নিমপাতা আধাছায়ায় শুকিয়ে পাউডার বানাতে হবে। এই পাউডার দিয়ে ৪০ কেজি বীজ সংরক্ষণ করা যায়।
নিমেরছাল--
১ কেজি নিমেরছাল ভাল করে পিষে ১০ লি পানি+ ২০ গ্রাম সাবানের গুড়া + ১২-২৪ ঘন্টা ভিজিয়ে ছেকে মাছিপোকা,বিছাপোকা ও জাবপোকা দমনের জন্য ৫ শতক জমিতে স্প্রে করা যায়।
তামাকপাতা--
তামাক পাতা শুধু অপকার নয়, উপকার ও করে . কাঁচা ১ কেজি তামাকপাতা অথবা শুকনা প্রমাণ সাইজের ১০ টি পাতা কুঁচি কুঁচি করে কেটে ২০ গ্রাম ডিটারজেন্ট + ১০ লি পানির সাথে ১২-২৪ ঘন্টা ভিজিয়ে কছলাতে হবে। ভাল করে ছেকে, মাইটস দমনের জন্য ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
কালো কচু--
১ কেজি পাতা কুঁচি কুঁচি করে কেটে ৫ লি পানিতে ৩০ মি আগুনে ফুটতে দিতে হবে। ঠান্ডা হলে ২০ গ্রাম ডাটারজেন্ট মিশিয়ে ভাল করে ছেকে বিপিএইচ দমনের জন্য ৩ শতক জমিতে স্প্রে করতে হবে।
বিষকাটালি--
১ কেজি কাঁচাপাতা ভাল করে পিষে ১ লি পানিতে ১২ ঘন্টা ভিজায়ে ছেকে ২০ গ্রাম সাবান গুড়া মিশিয়ে ১০ লি মিশ্রণ তৈরি করে, মাছিপোকা, জাবপোকা,পাতা ও ফল ছিদ্রকারী পোকার কীড়া দমনের জন্য ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
আদা--
১ কেজি পিষে ১ লি পানিতে মিশিয়ে ভাল করে ছেকে ৪ লি পানি ও ১০ গ্রাম সাবান গুড়ার মিশ্রণ, পাতা ঝলসানো রোগ দমনের জন্য ২.৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
পিয়াজ--
৩ চা চামস রস (১৫ মিলি) ১ লি পানিতে মিশিয়ে পরিমান মত দ্রবণ তৈরি করে, ড্যাম্পিং অব রোগ দমনের জন্য বীজতলায় দিতে হবে।
পেপে পাতা--
১ কেজি পাতা পিষে ১ লি পানিতে মিশিয়ে ছেকে + ২০গ্রাম সাবানের গুড়া + ৯ লি পানি মিশিয়ে ১০ লি মিশ্রণ তৈরি করে ছত্রাকজনিত রোগ দমনের জন্য ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
ডোল কমলি পাতা ও ডগা--
পরিমিত পরিমাণ পিষে ১ লি পানিতে মিশিয়ে, নেমাটোড দমনের জন্য গাছের চারিদিকে বদনা দিয়ে প্রয়োগ করতে হবে।
এ ছাড়া মেহগনি ফল, নিশিন্দা, জবার পাতা, গাধা ফুলের পাতা, রসুন, তুলষী, হলুদ, ধনিয়া ও গোলমরিচ দিয়ে উদ্ভিদের বালাই দমন করা যায়।
তথ্য --সংগৃহীত ও সংকলিত .
#সকল কৃষক বন্ধুর জন্য শুভ কামনায়-- চাষা আলামীন জুয়েল.
নিমপাতা--
১ কেজি নিমপাতা আধাছায়ায় শুকিয়ে পাউডার বানাতে হবে। এই পাউডার দিয়ে ৪০ কেজি বীজ সংরক্ষণ করা যায়।
নিমেরছাল--
১ কেজি নিমেরছাল ভাল করে পিষে ১০ লি পানি+ ২০ গ্রাম সাবানের গুড়া + ১২-২৪ ঘন্টা ভিজিয়ে ছেকে মাছিপোকা,বিছাপোকা ও জাবপোকা দমনের জন্য ৫ শতক জমিতে স্প্রে করা যায়।
তামাকপাতা--
তামাক পাতা শুধু অপকার নয়, উপকার ও করে . কাঁচা ১ কেজি তামাকপাতা অথবা শুকনা প্রমাণ সাইজের ১০ টি পাতা কুঁচি কুঁচি করে কেটে ২০ গ্রাম ডিটারজেন্ট + ১০ লি পানির সাথে ১২-২৪ ঘন্টা ভিজিয়ে কছলাতে হবে। ভাল করে ছেকে, মাইটস দমনের জন্য ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
কালো কচু--
১ কেজি পাতা কুঁচি কুঁচি করে কেটে ৫ লি পানিতে ৩০ মি আগুনে ফুটতে দিতে হবে। ঠান্ডা হলে ২০ গ্রাম ডাটারজেন্ট মিশিয়ে ভাল করে ছেকে বিপিএইচ দমনের জন্য ৩ শতক জমিতে স্প্রে করতে হবে।
বিষকাটালি--
১ কেজি কাঁচাপাতা ভাল করে পিষে ১ লি পানিতে ১২ ঘন্টা ভিজায়ে ছেকে ২০ গ্রাম সাবান গুড়া মিশিয়ে ১০ লি মিশ্রণ তৈরি করে, মাছিপোকা, জাবপোকা,পাতা ও ফল ছিদ্রকারী পোকার কীড়া দমনের জন্য ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
আদা--
১ কেজি পিষে ১ লি পানিতে মিশিয়ে ভাল করে ছেকে ৪ লি পানি ও ১০ গ্রাম সাবান গুড়ার মিশ্রণ, পাতা ঝলসানো রোগ দমনের জন্য ২.৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
পিয়াজ--
৩ চা চামস রস (১৫ মিলি) ১ লি পানিতে মিশিয়ে পরিমান মত দ্রবণ তৈরি করে, ড্যাম্পিং অব রোগ দমনের জন্য বীজতলায় দিতে হবে।
পেপে পাতা--
১ কেজি পাতা পিষে ১ লি পানিতে মিশিয়ে ছেকে + ২০গ্রাম সাবানের গুড়া + ৯ লি পানি মিশিয়ে ১০ লি মিশ্রণ তৈরি করে ছত্রাকজনিত রোগ দমনের জন্য ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
ডোল কমলি পাতা ও ডগা--
পরিমিত পরিমাণ পিষে ১ লি পানিতে মিশিয়ে, নেমাটোড দমনের জন্য গাছের চারিদিকে বদনা দিয়ে প্রয়োগ করতে হবে।
এ ছাড়া মেহগনি ফল, নিশিন্দা, জবার পাতা, গাধা ফুলের পাতা, রসুন, তুলষী, হলুদ, ধনিয়া ও গোলমরিচ দিয়ে উদ্ভিদের বালাই দমন করা যায়।
তথ্য --সংগৃহীত ও সংকলিত .
#সকল কৃষক বন্ধুর জন্য শুভ কামনায়-- চাষা আলামীন জুয়েল.

মন্তব্যসমূহ