বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষির গুরুত্ব ---------
কৃষির সংজ্ঞাঃ– ভূমি বা জমি কর্ষন করে শস্যের অবাদ করাকে কৃষি বলে। তাছাড়া ভূমি কর্ষন, বীজ বপন, চারা রোপন, সার প্রয়োগ, পানি নিষ্কাশন, রোগ-বালাই ও পোকা মাকড় দমন, ফসল সংগ্রহ-সংরক্ষণ, পশুপালন, প্রজনন, পশুজাত দ্রব্যাদির সংগ্রহ-সংরক্ষণ, মৎস্য চাষ, মৎস্য সংগ্রহ-সংরক্ষণ, মাশরুম চাষ, মাশরুম সংগ্রহ ও বাজারজাত করন ইত্যাদির মাধ্যমে জীবিকা অর্জনের জন্য মানুষের যাবতীয় কর্ম প্রচেষ্ঠাকে কৃষি বলে।
বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষির গুরুত্বঃ- কৃষি আজ একটি সুসংগঠিত গতিশীল বিজ্ঞান।কৃষির উন্নতি সমগ্র মানব জাতির উন্নতি।কৃষির ধ্বংসের সাথে সাথে জাতির ধ্বংস হয়ে যাবে।বাংলাদেশে শতকরা ৮০ জন লোক কৃষির সাথে জড়িত।মানুষের সব ধরনের চাহিদা মেটাতে কৃষি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূণ ভূমিকা পালন করে আসছে।
নিম্নে কৃষির গুরুত্ব আলোচনা করা হলঃ-
১। মানুষের মৌলিক চাহিদা পূরন করে ---
যেমন- (খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা,শিক্ষা ও চিত্তবিনোদন) ইত্যাদি ।
২। জ্বালানী প্রয়োজন মিটায় ।
৩। শিল্পের কাঁচামাল তৈরিতে প্রয়োজন হয় ।
৪। বেকার সমস্যার দ্রুত সমাধান করতে কৃষির ভুমিকা অপরিসীম ।
৫। জাতীয় আয় বৃদ্ধিতে কৃষির সর্বাধিক ভুমিকা রয়েছে ।
৬। বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব ।
৭। কৃষির উপকরনের বাজার সৃষ্টি ।
৮। পরনির্ভরশীলতা দূরীকরন ।
৯। রাজস্ব বৃদ্ধি ।
১০। জাতীয় উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা প্রদান ।
১১। জীবন যাত্রার মান উন্নয়ন ।
১২। স্বাস্থ্য রক্ষা ও পুষ্টি বিধানে কৃষির ভূমিকাই প্রধান ।
তাহলে জাতীকে যে কৃষি এতো কিছু দিয়ে যাচ্ছে বা দিতে পারে , সেই কৃষি ও কৃষক কেন অবহেলিত ?
(তথ্য সংগৃহীত ও সংকলিত )
কৃষির সংজ্ঞাঃ– ভূমি বা জমি কর্ষন করে শস্যের অবাদ করাকে কৃষি বলে। তাছাড়া ভূমি কর্ষন, বীজ বপন, চারা রোপন, সার প্রয়োগ, পানি নিষ্কাশন, রোগ-বালাই ও পোকা মাকড় দমন, ফসল সংগ্রহ-সংরক্ষণ, পশুপালন, প্রজনন, পশুজাত দ্রব্যাদির সংগ্রহ-সংরক্ষণ, মৎস্য চাষ, মৎস্য সংগ্রহ-সংরক্ষণ, মাশরুম চাষ, মাশরুম সংগ্রহ ও বাজারজাত করন ইত্যাদির মাধ্যমে জীবিকা অর্জনের জন্য মানুষের যাবতীয় কর্ম প্রচেষ্ঠাকে কৃষি বলে।
বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষির গুরুত্বঃ- কৃষি আজ একটি সুসংগঠিত গতিশীল বিজ্ঞান।কৃষির উন্নতি সমগ্র মানব জাতির উন্নতি।কৃষির ধ্বংসের সাথে সাথে জাতির ধ্বংস হয়ে যাবে।বাংলাদেশে শতকরা ৮০ জন লোক কৃষির সাথে জড়িত।মানুষের সব ধরনের চাহিদা মেটাতে কৃষি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূণ ভূমিকা পালন করে আসছে।
নিম্নে কৃষির গুরুত্ব আলোচনা করা হলঃ-
১। মানুষের মৌলিক চাহিদা পূরন করে ---
যেমন- (খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা,শিক্ষা ও চিত্তবিনোদন) ইত্যাদি ।
২। জ্বালানী প্রয়োজন মিটায় ।
৩। শিল্পের কাঁচামাল তৈরিতে প্রয়োজন হয় ।
৪। বেকার সমস্যার দ্রুত সমাধান করতে কৃষির ভুমিকা অপরিসীম ।
৫। জাতীয় আয় বৃদ্ধিতে কৃষির সর্বাধিক ভুমিকা রয়েছে ।
৬। বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব ।
৭। কৃষির উপকরনের বাজার সৃষ্টি ।
৮। পরনির্ভরশীলতা দূরীকরন ।
৯। রাজস্ব বৃদ্ধি ।
১০। জাতীয় উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা প্রদান ।
১১। জীবন যাত্রার মান উন্নয়ন ।
১২। স্বাস্থ্য রক্ষা ও পুষ্টি বিধানে কৃষির ভূমিকাই প্রধান ।
তাহলে জাতীকে যে কৃষি এতো কিছু দিয়ে যাচ্ছে বা দিতে পারে , সেই কৃষি ও কৃষক কেন অবহেলিত ?
(তথ্য সংগৃহীত ও সংকলিত )

মন্তব্যসমূহ