উতপাদনের আগেই বিপণন নিয়ে ভাবুন :---
আমি ধরে নিচ্ছি যে , আপনি খামারি হিসেবে সফল । আপনার জ্ঞান , শ্রম , নিষ্ঠা ও সার্বিক ব্যবস্থাপনা খামারে এনে দিয়েছে ঈর্ষনীয় সাফল্য । আপনার খামারের উতপাদন ব্যাপক । কিন্ত এর পর যেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ , তা হলো সেই পণ্য বাজারজাত করণ । কিন্ত আপনার এত কষ্টের উতপাদিত পণ্য যদি সঠিক ভাবে বাজারজাত না করতে পারেন , তা হলে এই উতপাদনের মূল্য কোথায় ?
CAJ বিক্রয় পলিসি :
আপনার স্বচ্ছ ধারণা না থাকলে , আপনি আপনার উতপাদিত পণ্যের সঠিক মূল্য পাবেন না । এর লাভ চলে যাবে মধ্যেস্বত্ব ভুগিদের হাতে । তাই পণ্য উতপাদনের আগেই, উক্ত পণ্যের চাহিদা এবং বাজারজাত ব্যবস্থা বিষয়ে নিশ্চিত হোন । বিগত বছরগুলোতে উক্ত পণ্যের মূল্য সম্পর্কে খোঁজ খবর নিন এবং প্রয়োজনীয় পদক্ষেপ আগেই নিয়ে ফেলুন । আপনার উতপাদিত পন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলুন । আপনার পণ্যের গুণগুলো প্রচার করুন এবং দু একটি বিশেষ বৈশিষ্ট তুলে ধরুন । এবং মূল/প্রধান পলিসি হিসেবে,চাহিদার তুলনায় কিছু কম উতপাদন ও সরবরাহ করুন ।
উপরোল্লিখিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে আশাকরি আপনার পণ্য বিপননে বেগ পেতে হবেনা----চাষা আলামিন জুয়েল ॥
আমি ধরে নিচ্ছি যে , আপনি খামারি হিসেবে সফল । আপনার জ্ঞান , শ্রম , নিষ্ঠা ও সার্বিক ব্যবস্থাপনা খামারে এনে দিয়েছে ঈর্ষনীয় সাফল্য । আপনার খামারের উতপাদন ব্যাপক । কিন্ত এর পর যেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ , তা হলো সেই পণ্য বাজারজাত করণ । কিন্ত আপনার এত কষ্টের উতপাদিত পণ্য যদি সঠিক ভাবে বাজারজাত না করতে পারেন , তা হলে এই উতপাদনের মূল্য কোথায় ?
CAJ বিক্রয় পলিসি :
আপনার স্বচ্ছ ধারণা না থাকলে , আপনি আপনার উতপাদিত পণ্যের সঠিক মূল্য পাবেন না । এর লাভ চলে যাবে মধ্যেস্বত্ব ভুগিদের হাতে । তাই পণ্য উতপাদনের আগেই, উক্ত পণ্যের চাহিদা এবং বাজারজাত ব্যবস্থা বিষয়ে নিশ্চিত হোন । বিগত বছরগুলোতে উক্ত পণ্যের মূল্য সম্পর্কে খোঁজ খবর নিন এবং প্রয়োজনীয় পদক্ষেপ আগেই নিয়ে ফেলুন । আপনার উতপাদিত পন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলুন । আপনার পণ্যের গুণগুলো প্রচার করুন এবং দু একটি বিশেষ বৈশিষ্ট তুলে ধরুন । এবং মূল/প্রধান পলিসি হিসেবে,চাহিদার তুলনায় কিছু কম উতপাদন ও সরবরাহ করুন ।
উপরোল্লিখিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে আশাকরি আপনার পণ্য বিপননে বেগ পেতে হবেনা----চাষা আলামিন জুয়েল ॥

মন্তব্যসমূহ