যুগ বদলেছে, সততা - বিশ্বাস দুর্বল হয়েছে , স্বার্থপরতা-প্রতারণা আজ শক্তিশালী:--
একটা সময় ছিলো, শুধু মুখের কথায় লেনদেন চলতো । একজন আরেকজনকে অন্ধবিশ্বাস করতো । এবং বেশিরভাগ ক্ষেত্রেই সে বিশ্বাসের মর্যাদা সমুন্নত থাকতো । মানুষের মাঝে অভাব অনটন থাকলেও ভালবাসার অভাব ছিলোনা । ছিলো আত্নীয়তা, সামাজিক বন্ধন ।
কিন্তু আজকাল ভাত -কাপড়ের অভাব নাই বললেই চলে । আছে মূল্যবোধ, সততা, নীতি, আত্মমর্যাদার অভাব । আজ প্রখর হয়েছে লোভ --ক্ষমতার লোভ , অপরিসীম বিত্ত বৈভবের লোভ , নাম খ্যাতির লোভ । যেটা পুড়িয়ে ছাড়খার করে দিচ্ছে বিশ্ব মানবতাকে ।
লোভ থাকা দোষের কিছু নয় । সকল মানুষের মাঝেই সেটা বিদ্যমান । চাষা আলামিন জুয়েলের মাঝেও রয়েছে । আছে স্বচ্ছলতার লোভ ,আছে সফলতা অর্জনের লোভ , আছে ভালবাসা পাওয়ার লোভ , আছে পরিপূর্ণ হবার লোভ । কিন্তু সে লোভ যদি অন্য কোন মানুষের ক্ষতির কারণ হয়ে দাড়ায় , সে লোভ যদি মানবতা বিবর্জিত হয়, তখনই দোষের ।
পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই ইবলিশ শয়তানের আবির্ভাব।তাই তার অনুসারী হয়ে আমার মত কুমতলববাজ, ধান্দাবাজ, প্রতারকের দল নিত্য নতুন ফন্দি আটবে সেটাই সাভাবিক । কিন্তু আপনি কেন অতি লোভে পরে সে ফাঁদে পা দিচ্ছেন ? কেন লালসায় পরে নিজের ক্ষতি করছেন ? তাহলে আপনিওকি একই দলের ? সুযোগ থাকলে আপনিওকি একই কাজ করতেন ? নাকি আপনি নিজেকে অতি বুদ্ধির হাড়ি ভাবলেও আদতে হাবা !!
প্রসঙ্গ !!! এর আগেও বহুবার বন্ধুদের, নতুন উদ্যোগতাদের সতর্ক করার চেষ্টা করেছি । কিন্তু খুব বেশী যে কাজে আসেনি, সেটা ফেসবুক সহ বিভিন্ন অনলাইন পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার খবর গুলো পড়লেই বুঝতে পারি । আসলে আমি একজন অতি নিন্মমানের চাষা । তাই আমার কথা কতটুকুই বা গুরুত্ব রাখে ? ক'জন সময় নষ্ট করে পারেন ! কিন্তু প্রবাদ রয়েছে "গরীবের কথা বাসি হলে ফলে"। আর ঘটছেও তাই । সেজন্যই নিজের বিবেগ পীড়ন ঠেকাতে আজকের এই বিষয়ে লিখতে হচ্ছে ।
মূল প্রসঙ্গে আসি । ফেসবুক আজকের আধুনিক যুগের সবথেকে প্রিয় এবং শক্তিশালী সামাজিক যোগাযোগের মাধ্যম । তাই ফেসবুকেই এখন চলছে জমজমাট ব্যবসা।স্বর্ণ থেকে শুরু করে ঝাড়ু - জুতা কি নাই এখানে ? পৃথিবী আজ আঙ্গুলের মাথায় । শুধু স্পর্শ করলেই সব হাজির । ফেসবুকের কল্যাণে নতুন নতুন সম্পর্কের সৃষ্টি যেমন হচ্ছে , তেমনি ভাঙ্গছেও উল্লেখযোগ্য হারে । যত দ্রুত, সহজে সবকিছু পাচ্ছি , হারাচ্ছিও আরো বেশী দ্রুত । কোন কিছুতেই যেন আজ মহব্বত নেই । যদি থাকতো তাহলে আজকের মানুষের সবথেকে প্রিয় বস্তু টাকা এখানে সেখানে ঢেলে দিতোনা।
কি আশ্চর্য !! দেখা নেই , কথা নেই , জানা বুঝার বালাই নেই , শুধু ফেসবুকের ফেইক সম্পর্কের উপর ভিত্তি করে আপনি আপনার মূল্যবান অর্থ অন্যের হাতে তুলে দিচ্ছেন !! কত টাকার মালিক আপনি ? নিজের শ্রম সততা দিয়ে রোজগার করেছেন ? নাকি বাপ - ভাই কিংবা জোচ্চোরির রোজগার করা টাকা ? শুনে রাগ লাগছে ? কষ্ট পেলেন ? তার কোন অবকাশ নাই । কারণ আমি এই অধম চাষা যা বলছি, তার স্বপক্ষে যুক্তিসঙ্গত কারণ ব্যখ্যা করবো ইনশাল্লাহ্ ।
যার কথায় আপনি টাকা বিনিয়োগ করলেন তাকে আপনি ভালকরে চিনেন ? তার অতীত ইতিহাস আপনি জানেন ? তার প্রস্তাবিত ব্যবসার খোঁজখবর নিয়েছেন ? কোন বৈধ কাগজপত্র দেখেছেন ? বিনিয়োগের পূর্বে কোন শুভাকাংখী বা অভিজ্ঞজনের পরামর্শ নিয়েছেন ?আপনি বিনিয়োগের কোন প্রমাণপত্র পেয়েছেন ? পেয়ে থাকলে তার আইনি বৈধতা যাচাই করেছেন ? এই সবগুলো প্রশ্নের উত্তর বেশিরভাগ বিনিয়োগকারীর ক্ষেত্রই না আসে । তাহলে আমি যে পূর্বে মন্তব্য করেছি, তার প্রমাণ পেয়েছেন নিশ্চই ।
যেকোন ব্যবসায় বিনিয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ ব্যবসায়ীও দশবার ভাবেন । আর কৃষি ভিত্তিক হলেতো কথাই নেই । ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের দেশে কৃষি সম্ভবনার পাশাপশি রয়েছে অসংখ্য প্রতিকূল পরিস্থিতি । তাই এখানে বিনিয়োগ করার আগে খুব সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে । বিভিন্ন সূত্র থেকে, সহযোগী সেক্টর থেকে, অভিজ্ঞতা সম্পন্নদের অভিমত থেকে তথ্য সংগ্রহ করে যাচাইবাছাই করে একটা সারাংশ বেড় করতে হবে । তারপর সবগুলো বিষয় অনুকূলে থাকলেই কেবল কৃষিতে বিনিয়োগ করা উত্তম । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটছে উল্টো ঘটনা । বিন্দুমাত্র যাচাইবাছাই ছাড়াই, কোন প্রকার প্রশিক্ষণ ছাড়াই আমরা ঝুঁকছি কৃষি বাণিজ্যে । অবশেষে ফলাফল যেটা হবার, সেটাই হচ্ছে ।
সবথেকে ভয়াভহ বিপদ হচ্ছে , অন্যের প্ররোচনায় বিনিয়োগ । তথ্য উপাত্ত না জেনেই অন্যের সঙ্গে অংশীদারি বিনিয়োগ । আরে ভাই , বিনিয়োগ করেন অসুবিধে নাই । জেনে বুঝে করেন । আমি খ্যাতিমান চাষা আলামিন , তিনি অমুক মোহাম্মদ, উনি গেদুরাম টার্কি , সে কবুতর বাদশা -- এগুলো কোন বিবেচ্য যোগ্যতা নয় । বিনিয়োগ করার আগে আমার করা প্রশ্নগুলোর সঠিক উত্তর জেনে বিনিয়োগ করুন । ব্যবসায় লাভ - ক্ষতি থাকবেই । কিন্তু প্রতারিত হবেন কেন ?
অন্যের দেখানো লোভে লোভী হবেন না । বরং নিজে সচেতন হোন । ব্ন্ধু স্বজনদের সচেতন করুন । জেনে বুঝে কৃষি ব্যবসায় আসুন । আল্লাহ্ সহায় থাকলে আপনি সফল হবেন ইনশাল্লাহ্ ।
#অতি বচন , কথনের জন্য ক্ষমা চাইছি । তারপরেও যদি আপনি / আপনারা উপকৃত হন , সেটাই আমার স্বার্থকতা । শুভকামনায় ---চাষা আলামিন জুয়েল ॥
একটা সময় ছিলো, শুধু মুখের কথায় লেনদেন চলতো । একজন আরেকজনকে অন্ধবিশ্বাস করতো । এবং বেশিরভাগ ক্ষেত্রেই সে বিশ্বাসের মর্যাদা সমুন্নত থাকতো । মানুষের মাঝে অভাব অনটন থাকলেও ভালবাসার অভাব ছিলোনা । ছিলো আত্নীয়তা, সামাজিক বন্ধন ।
কিন্তু আজকাল ভাত -কাপড়ের অভাব নাই বললেই চলে । আছে মূল্যবোধ, সততা, নীতি, আত্মমর্যাদার অভাব । আজ প্রখর হয়েছে লোভ --ক্ষমতার লোভ , অপরিসীম বিত্ত বৈভবের লোভ , নাম খ্যাতির লোভ । যেটা পুড়িয়ে ছাড়খার করে দিচ্ছে বিশ্ব মানবতাকে ।
লোভ থাকা দোষের কিছু নয় । সকল মানুষের মাঝেই সেটা বিদ্যমান । চাষা আলামিন জুয়েলের মাঝেও রয়েছে । আছে স্বচ্ছলতার লোভ ,আছে সফলতা অর্জনের লোভ , আছে ভালবাসা পাওয়ার লোভ , আছে পরিপূর্ণ হবার লোভ । কিন্তু সে লোভ যদি অন্য কোন মানুষের ক্ষতির কারণ হয়ে দাড়ায় , সে লোভ যদি মানবতা বিবর্জিত হয়, তখনই দোষের ।
পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই ইবলিশ শয়তানের আবির্ভাব।তাই তার অনুসারী হয়ে আমার মত কুমতলববাজ, ধান্দাবাজ, প্রতারকের দল নিত্য নতুন ফন্দি আটবে সেটাই সাভাবিক । কিন্তু আপনি কেন অতি লোভে পরে সে ফাঁদে পা দিচ্ছেন ? কেন লালসায় পরে নিজের ক্ষতি করছেন ? তাহলে আপনিওকি একই দলের ? সুযোগ থাকলে আপনিওকি একই কাজ করতেন ? নাকি আপনি নিজেকে অতি বুদ্ধির হাড়ি ভাবলেও আদতে হাবা !!
প্রসঙ্গ !!! এর আগেও বহুবার বন্ধুদের, নতুন উদ্যোগতাদের সতর্ক করার চেষ্টা করেছি । কিন্তু খুব বেশী যে কাজে আসেনি, সেটা ফেসবুক সহ বিভিন্ন অনলাইন পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার খবর গুলো পড়লেই বুঝতে পারি । আসলে আমি একজন অতি নিন্মমানের চাষা । তাই আমার কথা কতটুকুই বা গুরুত্ব রাখে ? ক'জন সময় নষ্ট করে পারেন ! কিন্তু প্রবাদ রয়েছে "গরীবের কথা বাসি হলে ফলে"। আর ঘটছেও তাই । সেজন্যই নিজের বিবেগ পীড়ন ঠেকাতে আজকের এই বিষয়ে লিখতে হচ্ছে ।
মূল প্রসঙ্গে আসি । ফেসবুক আজকের আধুনিক যুগের সবথেকে প্রিয় এবং শক্তিশালী সামাজিক যোগাযোগের মাধ্যম । তাই ফেসবুকেই এখন চলছে জমজমাট ব্যবসা।স্বর্ণ থেকে শুরু করে ঝাড়ু - জুতা কি নাই এখানে ? পৃথিবী আজ আঙ্গুলের মাথায় । শুধু স্পর্শ করলেই সব হাজির । ফেসবুকের কল্যাণে নতুন নতুন সম্পর্কের সৃষ্টি যেমন হচ্ছে , তেমনি ভাঙ্গছেও উল্লেখযোগ্য হারে । যত দ্রুত, সহজে সবকিছু পাচ্ছি , হারাচ্ছিও আরো বেশী দ্রুত । কোন কিছুতেই যেন আজ মহব্বত নেই । যদি থাকতো তাহলে আজকের মানুষের সবথেকে প্রিয় বস্তু টাকা এখানে সেখানে ঢেলে দিতোনা।
কি আশ্চর্য !! দেখা নেই , কথা নেই , জানা বুঝার বালাই নেই , শুধু ফেসবুকের ফেইক সম্পর্কের উপর ভিত্তি করে আপনি আপনার মূল্যবান অর্থ অন্যের হাতে তুলে দিচ্ছেন !! কত টাকার মালিক আপনি ? নিজের শ্রম সততা দিয়ে রোজগার করেছেন ? নাকি বাপ - ভাই কিংবা জোচ্চোরির রোজগার করা টাকা ? শুনে রাগ লাগছে ? কষ্ট পেলেন ? তার কোন অবকাশ নাই । কারণ আমি এই অধম চাষা যা বলছি, তার স্বপক্ষে যুক্তিসঙ্গত কারণ ব্যখ্যা করবো ইনশাল্লাহ্ ।
যার কথায় আপনি টাকা বিনিয়োগ করলেন তাকে আপনি ভালকরে চিনেন ? তার অতীত ইতিহাস আপনি জানেন ? তার প্রস্তাবিত ব্যবসার খোঁজখবর নিয়েছেন ? কোন বৈধ কাগজপত্র দেখেছেন ? বিনিয়োগের পূর্বে কোন শুভাকাংখী বা অভিজ্ঞজনের পরামর্শ নিয়েছেন ?আপনি বিনিয়োগের কোন প্রমাণপত্র পেয়েছেন ? পেয়ে থাকলে তার আইনি বৈধতা যাচাই করেছেন ? এই সবগুলো প্রশ্নের উত্তর বেশিরভাগ বিনিয়োগকারীর ক্ষেত্রই না আসে । তাহলে আমি যে পূর্বে মন্তব্য করেছি, তার প্রমাণ পেয়েছেন নিশ্চই ।
যেকোন ব্যবসায় বিনিয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ ব্যবসায়ীও দশবার ভাবেন । আর কৃষি ভিত্তিক হলেতো কথাই নেই । ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের দেশে কৃষি সম্ভবনার পাশাপশি রয়েছে অসংখ্য প্রতিকূল পরিস্থিতি । তাই এখানে বিনিয়োগ করার আগে খুব সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে । বিভিন্ন সূত্র থেকে, সহযোগী সেক্টর থেকে, অভিজ্ঞতা সম্পন্নদের অভিমত থেকে তথ্য সংগ্রহ করে যাচাইবাছাই করে একটা সারাংশ বেড় করতে হবে । তারপর সবগুলো বিষয় অনুকূলে থাকলেই কেবল কৃষিতে বিনিয়োগ করা উত্তম । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটছে উল্টো ঘটনা । বিন্দুমাত্র যাচাইবাছাই ছাড়াই, কোন প্রকার প্রশিক্ষণ ছাড়াই আমরা ঝুঁকছি কৃষি বাণিজ্যে । অবশেষে ফলাফল যেটা হবার, সেটাই হচ্ছে ।
সবথেকে ভয়াভহ বিপদ হচ্ছে , অন্যের প্ররোচনায় বিনিয়োগ । তথ্য উপাত্ত না জেনেই অন্যের সঙ্গে অংশীদারি বিনিয়োগ । আরে ভাই , বিনিয়োগ করেন অসুবিধে নাই । জেনে বুঝে করেন । আমি খ্যাতিমান চাষা আলামিন , তিনি অমুক মোহাম্মদ, উনি গেদুরাম টার্কি , সে কবুতর বাদশা -- এগুলো কোন বিবেচ্য যোগ্যতা নয় । বিনিয়োগ করার আগে আমার করা প্রশ্নগুলোর সঠিক উত্তর জেনে বিনিয়োগ করুন । ব্যবসায় লাভ - ক্ষতি থাকবেই । কিন্তু প্রতারিত হবেন কেন ?
অন্যের দেখানো লোভে লোভী হবেন না । বরং নিজে সচেতন হোন । ব্ন্ধু স্বজনদের সচেতন করুন । জেনে বুঝে কৃষি ব্যবসায় আসুন । আল্লাহ্ সহায় থাকলে আপনি সফল হবেন ইনশাল্লাহ্ ।
#অতি বচন , কথনের জন্য ক্ষমা চাইছি । তারপরেও যদি আপনি / আপনারা উপকৃত হন , সেটাই আমার স্বার্থকতা । শুভকামনায় ---চাষা আলামিন জুয়েল ॥

মন্তব্যসমূহ