জলাতঙ্ক রোগ ও টিকা:
(CAJ---RABIES MALADY & VACCINE)
জলাতঙ্ক বা র্যাবিস (Rabies) মানুষসহ সকল উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর স্নায়ুতন্ত্রের একটি মারাত্মক রোগ। এই রোগে গলবিলের পেশী অবশতার কারণে জল গ্রহণে অসুবিধাজনিত ভীতির সৃষ্টি হয় বলে রোগটিকে বাংলায় জলাতঙ্ক রোগ বলে। আক্রান্ত প্রাণীর উষ্মত্ততা, আক্রামণাত্মক ভাব, উর্দ্ধগতি, অবশতা, ফ্যারিঞ্জিয়াল প্যারালাইসিসি ও মুখ দিয়ে লালা ঝরা এ রোগের প্রধান বৈশিষ্ট্য।
মাষ্টার সীড : ফ্লারি ষ্ট্রেইন।
অরিজিন: World Health Organization (WHO)
ব্যবহার বিধিঃ
হেপ (HEP) টিকা শুধুমাত্র Pre-exposure টিকা হিসাবে ব্যবহার করা হয়। যে সমস্ত প্রাণীকে জলাতঙ্ক আক্রান্ত পশু কামড়ায় নাই বা যে সমস্ত প্রাণী জলাতঙ্কে আক্রান্ত প্রাণীর লালা বা ভাইরাস সংক্রমিত অন্য কোন বস্ত্তর (Virus material) সংস্পর্শে আসে নাই সে সমস্ত প্রাণী এ রোগে যাতে আক্রান্ত না হয় সে জন্য এ টিকা দেওয়া হয়। যে কোনভাবে (কামড়ালে, আচড়ালে, ক্ষতস্থানে লালা বা অন্য কোন ভাইরাস মিশ্রিত বস্ত্ত লাগা) প্রাণীদেহে র্যাবিস ভাইরাস প্রবেশ করলে ঐ প্রাণীকে এ টিকা দেওয়া যাবে না। এসব ক্ষেত্রে Post Exposure Vaccine ব্যবহার করত হয়। হেপ (HEP) টিকা গবাদিপশু, বিড়াল, বানর, বেজী ইত্যাদি প্রাণীতে ব্যবহৃত হয়। সাধারণতঃ গবাদিপশুকে ৩ মাস ও অন্যান্য প্রাণীকে ১ মাসের বেশি বয়সে এই টিকা দেওয়া হয়।
লেপ (LEP) টিকা প্রতিষেধক হিসাবে কুকুরে ব্যবহৃত হয়। সাধারণতঃ তিন মাস বয়সের বেশি বয়সের কুকুরকে এই টিকা দেওয়া হয়। মায়ের টিকা দেওয়া থাকলে ৪ মাস পর্যন্ত মাতৃ এন্টিবডি প্রতিষেধক হিসাবে কাজ করে। মায়ের টিকা না দেওয়া থাকলে ২ মাস বয়সে হেপ (HEP) ও ৪ মাস বয়সে লেপ (LEP) টিকা দিতে হয়।
প্রাণীর নাম-টিকার নাম-পরিমাণ-প্রয়োগের স্থান--রোগ প্রতিরোধ কাল
কুকুর-----লেপ (LEP)----৩ এমএল---মাংসে--১ বৎসর।
গবাদিপশু ও বানর--হেপ (HEP)--৩ এমএল--মাংসে--৩০ দিন পরে বুষ্টার ডোজ--তারপর ১ বৎসর অন্তর অন্তর।
বিড়াল, বেজী ইত্যাদি--হেপ (HEP)--১.৫ এমএল--মাংসে --১ বৎসর।
জলাতঙ্ক টিকার সঙ্গে প্রদত্ত ডাইল্যুয়েন্ট মিশিয়ে ব্যবহার করতে হয়। ভায়াল বায়ুশূন্য থাকে বিধায় সিরিঞ্জের সাহায্যে কিছু বাতাল ভায়ালে ঢুকিয়ে নিলে সুবিধা হয়। টিকা অবশ্যই মাংসে প্রদান করতে হবে। কোন অবস্থাতেই চামড়ার নীচে প্রয়োগ করা যাবে না।
সরবরাহ : প্রতি ভায়ালে ১ মাত্রা টিকা+ ৩ এম এল ডাইল্যুয়েন্ট।
সরকারি মূল্য প্রতি ভায়ালঃ ২৫ টাকা।
প্রাপ্তি স্থান : উপজেলা ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় ।
তথ্য প্রদান : বিএলআরআই ।
#আমাদের প্রাণিসম্পদ থাকুক রোগমুক্ত ও নিরাপদ সেই প্রত্যাশায় ---চাষা আলামিন জুয়েল ॥
(CAJ---RABIES MALADY & VACCINE)
জলাতঙ্ক বা র্যাবিস (Rabies) মানুষসহ সকল উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর স্নায়ুতন্ত্রের একটি মারাত্মক রোগ। এই রোগে গলবিলের পেশী অবশতার কারণে জল গ্রহণে অসুবিধাজনিত ভীতির সৃষ্টি হয় বলে রোগটিকে বাংলায় জলাতঙ্ক রোগ বলে। আক্রান্ত প্রাণীর উষ্মত্ততা, আক্রামণাত্মক ভাব, উর্দ্ধগতি, অবশতা, ফ্যারিঞ্জিয়াল প্যারালাইসিসি ও মুখ দিয়ে লালা ঝরা এ রোগের প্রধান বৈশিষ্ট্য।
মাষ্টার সীড : ফ্লারি ষ্ট্রেইন।
অরিজিন: World Health Organization (WHO)
ব্যবহার বিধিঃ
হেপ (HEP) টিকা শুধুমাত্র Pre-exposure টিকা হিসাবে ব্যবহার করা হয়। যে সমস্ত প্রাণীকে জলাতঙ্ক আক্রান্ত পশু কামড়ায় নাই বা যে সমস্ত প্রাণী জলাতঙ্কে আক্রান্ত প্রাণীর লালা বা ভাইরাস সংক্রমিত অন্য কোন বস্ত্তর (Virus material) সংস্পর্শে আসে নাই সে সমস্ত প্রাণী এ রোগে যাতে আক্রান্ত না হয় সে জন্য এ টিকা দেওয়া হয়। যে কোনভাবে (কামড়ালে, আচড়ালে, ক্ষতস্থানে লালা বা অন্য কোন ভাইরাস মিশ্রিত বস্ত্ত লাগা) প্রাণীদেহে র্যাবিস ভাইরাস প্রবেশ করলে ঐ প্রাণীকে এ টিকা দেওয়া যাবে না। এসব ক্ষেত্রে Post Exposure Vaccine ব্যবহার করত হয়। হেপ (HEP) টিকা গবাদিপশু, বিড়াল, বানর, বেজী ইত্যাদি প্রাণীতে ব্যবহৃত হয়। সাধারণতঃ গবাদিপশুকে ৩ মাস ও অন্যান্য প্রাণীকে ১ মাসের বেশি বয়সে এই টিকা দেওয়া হয়।
লেপ (LEP) টিকা প্রতিষেধক হিসাবে কুকুরে ব্যবহৃত হয়। সাধারণতঃ তিন মাস বয়সের বেশি বয়সের কুকুরকে এই টিকা দেওয়া হয়। মায়ের টিকা দেওয়া থাকলে ৪ মাস পর্যন্ত মাতৃ এন্টিবডি প্রতিষেধক হিসাবে কাজ করে। মায়ের টিকা না দেওয়া থাকলে ২ মাস বয়সে হেপ (HEP) ও ৪ মাস বয়সে লেপ (LEP) টিকা দিতে হয়।
প্রাণীর নাম-টিকার নাম-পরিমাণ-প্রয়োগের স্থান--রোগ প্রতিরোধ কাল
কুকুর-----লেপ (LEP)----৩ এমএল---মাংসে--১ বৎসর।
গবাদিপশু ও বানর--হেপ (HEP)--৩ এমএল--মাংসে--৩০ দিন পরে বুষ্টার ডোজ--তারপর ১ বৎসর অন্তর অন্তর।
বিড়াল, বেজী ইত্যাদি--হেপ (HEP)--১.৫ এমএল--মাংসে --১ বৎসর।
জলাতঙ্ক টিকার সঙ্গে প্রদত্ত ডাইল্যুয়েন্ট মিশিয়ে ব্যবহার করতে হয়। ভায়াল বায়ুশূন্য থাকে বিধায় সিরিঞ্জের সাহায্যে কিছু বাতাল ভায়ালে ঢুকিয়ে নিলে সুবিধা হয়। টিকা অবশ্যই মাংসে প্রদান করতে হবে। কোন অবস্থাতেই চামড়ার নীচে প্রয়োগ করা যাবে না।
সরবরাহ : প্রতি ভায়ালে ১ মাত্রা টিকা+ ৩ এম এল ডাইল্যুয়েন্ট।
সরকারি মূল্য প্রতি ভায়ালঃ ২৫ টাকা।
প্রাপ্তি স্থান : উপজেলা ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় ।
তথ্য প্রদান : বিএলআরআই ।
#আমাদের প্রাণিসম্পদ থাকুক রোগমুক্ত ও নিরাপদ সেই প্রত্যাশায় ---চাষা আলামিন জুয়েল ॥

মন্তব্যসমূহ