মারেক্স রোগ ও টিকা:
( CAJ-MAREK’S DISEASE & VACCINE )
মারেক্স ডিজিজ (Marek’s Disease) মোরগ-মুরগির একটি লিমফো প্রোলিফারেটিভ (Lympho-Proliferative) রোগ। পেরিফেরাল স্নায়ু, যৌন গ্রন্থি, আইরিস, বিভিন্ন অঙ্গসমূহ, পেশী ও ত্বকে এককেন্দ্রীক কোষের অনুপ্রবেশ (Infiltration) এ রোগের প্রধান বৈশিষ্ট্য। পেরিফেরাল স্নায়ুতে এককেন্দ্রীক কোষের অনুপ্রবেশের কারণে স্নায়ু স্ফীত হয়ে পক্ষাঘাত সৃষ্টি করে। তাই এ রোগকে ফাউল প্যারালাইসিস বলা হয়।
মাষ্টার সীডঃ এইচ ভি টি এফ সি-১২৬ (HVT FC-126) (সিরো টাইপ-৩)।
অরিজিনঃ ইংল্যান্ড
ব্যবহার বিধিঃ
২০০ এম এল ডাইল্যুন্টের সাথে গুলানোর পর ০.২ এম এল করে চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। ১ দিন বয়সের মুরগীর বাচ্চাকে এই টিকা প্রদান করতে হয়।
সরবরাহঃ প্রতি ভায়ালে ১০০০ মাত্রা টিকা + ২০০ এম এল ডাইল্যুয়েন্ট।
সরকারি মূল্যঃ প্রতি ভায়াল ৩৫০ টাকা।
প্রাপ্তিস্থান : উপজেলা ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় ।
তথ্যসূত্র : বিএলআরআই।
#সকল খামারি ভাইদের জন্য শুভকামনা ---চাষা আলামিন জুয়েল ॥
( CAJ-MAREK’S DISEASE & VACCINE )
মারেক্স ডিজিজ (Marek’s Disease) মোরগ-মুরগির একটি লিমফো প্রোলিফারেটিভ (Lympho-Proliferative) রোগ। পেরিফেরাল স্নায়ু, যৌন গ্রন্থি, আইরিস, বিভিন্ন অঙ্গসমূহ, পেশী ও ত্বকে এককেন্দ্রীক কোষের অনুপ্রবেশ (Infiltration) এ রোগের প্রধান বৈশিষ্ট্য। পেরিফেরাল স্নায়ুতে এককেন্দ্রীক কোষের অনুপ্রবেশের কারণে স্নায়ু স্ফীত হয়ে পক্ষাঘাত সৃষ্টি করে। তাই এ রোগকে ফাউল প্যারালাইসিস বলা হয়।
মাষ্টার সীডঃ এইচ ভি টি এফ সি-১২৬ (HVT FC-126) (সিরো টাইপ-৩)।
অরিজিনঃ ইংল্যান্ড
ব্যবহার বিধিঃ
২০০ এম এল ডাইল্যুন্টের সাথে গুলানোর পর ০.২ এম এল করে চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। ১ দিন বয়সের মুরগীর বাচ্চাকে এই টিকা প্রদান করতে হয়।
সরবরাহঃ প্রতি ভায়ালে ১০০০ মাত্রা টিকা + ২০০ এম এল ডাইল্যুয়েন্ট।
সরকারি মূল্যঃ প্রতি ভায়াল ৩৫০ টাকা।
প্রাপ্তিস্থান : উপজেলা ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় ।
তথ্যসূত্র : বিএলআরআই।
#সকল খামারি ভাইদের জন্য শুভকামনা ---চাষা আলামিন জুয়েল ॥

মন্তব্যসমূহ