ক্ষুরা রোগ ও টিকা:
[CAJ-FOOT & MOUTH DISEASE (FMD) VACCINE]
ক্ষুরা রোগ একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগকে গ্রামে ক্ষুরাচল বা বাতনা বলে থাকে। গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি দ্বিক্ষুর বিশিষ্ট প্রাণী এ রোগে আক্রান্ত হয়। জ্বর, মুখে ও পায়ে ফোসকাসহ ঘা এ রোগের প্রধান বৈশিষ্ট্য। এ রোগে আক্রান্ত বয়স্ক পশুকে মৃত্যুর হার কম হলেও মহামারী এলাকায় আক্রান্ত বাছুরের মৃত্যুর হার অত্যাধিক।
মাস্টার সীড :
(ক) বাইভ্যালেন্ট টিকা: A এবং O সিরোটাইপ। অরিজিন: প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, ), মহাখালী, ঢাকা।
(খ) ট্রাইভ্যালেন্ট টিকা: A, O এবং Asia-1 সিরোটাইপ। অরিজিন: প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, ), কুমিল্লা।
ব্যবহার বিধি:
প্রয়োজন পদ্ধতি ও মাত্রা :
টিকার নাম-গবাদিপশু-ছাগল/ভেড়া-প্রয়োগের স্থান
বাইভ্যালেন্ট-৬ এম এল-২ এম এল-চামড়ার নীচে।
ট্রাইভ্যালেন্ট-৬ এম এল-২ এম এল-চামড়ার নীচে।
এ টিকা ৪ মাস পর পর প্রয়োগ করতে হয়। তবে প্রথম ডোজের ২১ দিন পর বুষ্টার ডোজ প্রয়োগ করলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
সতর্কতাঃ
এ টিকার শূন্য ডিগ্রি সেঃ বা তার নীচের তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে না। চার মাস বয়সের নীচের পশুকে এ টিকা দেওয়া যাবে না। গর্ভবতী গাভীকে এ টিকা সর্তকতার সাথে প্রয়োগ করতে হবে।
সরবরাহঃ
(ক) বাইভ্যালেন্ট টিকা: প্রতি ভায়ালে গরু/মহিষের জন্য ১৬ মাত্রা টিকা এবং ছাগল/ভেড়ার জন্য ৪৮ মাত্রা টিকা।
(খ) ট্রাইভ্যালেন্ট টিকা: প্রতি ভায়ালে গরু/মহিষের জন্য ১৬ মাত্রা টিকা এবং ছাগল/ভেড়ার জন্য ৪৮ মাত্রা টিকা।
সরকারি প্রতিষ্ঠানে মূল্য :
(ক) বাইভ্যালেন্ট টিকাঃ প্রতি ভায়াল ৯৬.০০ টাকা।
(খ) ট্রাইভ্যালেন্ট টিকা : প্রতি ভায়াল ১৬০.০০ টাকা।
প্রাপ্তি স্থান : উপজেলা বা জেলা প্রাণিসম্পদ অফিস ।
#আমাদের প্রাণিসম্পদ থাকুক রোগমুক্ত,নিরাপদ --সেই প্রত্যাশায় চাষা আলামিন জুয়েল ।
[CAJ-FOOT & MOUTH DISEASE (FMD) VACCINE]
ক্ষুরা রোগ একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগকে গ্রামে ক্ষুরাচল বা বাতনা বলে থাকে। গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি দ্বিক্ষুর বিশিষ্ট প্রাণী এ রোগে আক্রান্ত হয়। জ্বর, মুখে ও পায়ে ফোসকাসহ ঘা এ রোগের প্রধান বৈশিষ্ট্য। এ রোগে আক্রান্ত বয়স্ক পশুকে মৃত্যুর হার কম হলেও মহামারী এলাকায় আক্রান্ত বাছুরের মৃত্যুর হার অত্যাধিক।
মাস্টার সীড :
(ক) বাইভ্যালেন্ট টিকা: A এবং O সিরোটাইপ। অরিজিন: প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, ), মহাখালী, ঢাকা।
(খ) ট্রাইভ্যালেন্ট টিকা: A, O এবং Asia-1 সিরোটাইপ। অরিজিন: প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, ), কুমিল্লা।
ব্যবহার বিধি:
প্রয়োজন পদ্ধতি ও মাত্রা :
টিকার নাম-গবাদিপশু-ছাগল/ভেড়া-প্রয়োগের স্থান
বাইভ্যালেন্ট-৬ এম এল-২ এম এল-চামড়ার নীচে।
ট্রাইভ্যালেন্ট-৬ এম এল-২ এম এল-চামড়ার নীচে।
এ টিকা ৪ মাস পর পর প্রয়োগ করতে হয়। তবে প্রথম ডোজের ২১ দিন পর বুষ্টার ডোজ প্রয়োগ করলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
সতর্কতাঃ
এ টিকার শূন্য ডিগ্রি সেঃ বা তার নীচের তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে না। চার মাস বয়সের নীচের পশুকে এ টিকা দেওয়া যাবে না। গর্ভবতী গাভীকে এ টিকা সর্তকতার সাথে প্রয়োগ করতে হবে।
সরবরাহঃ
(ক) বাইভ্যালেন্ট টিকা: প্রতি ভায়ালে গরু/মহিষের জন্য ১৬ মাত্রা টিকা এবং ছাগল/ভেড়ার জন্য ৪৮ মাত্রা টিকা।
(খ) ট্রাইভ্যালেন্ট টিকা: প্রতি ভায়ালে গরু/মহিষের জন্য ১৬ মাত্রা টিকা এবং ছাগল/ভেড়ার জন্য ৪৮ মাত্রা টিকা।
সরকারি প্রতিষ্ঠানে মূল্য :
(ক) বাইভ্যালেন্ট টিকাঃ প্রতি ভায়াল ৯৬.০০ টাকা।
(খ) ট্রাইভ্যালেন্ট টিকা : প্রতি ভায়াল ১৬০.০০ টাকা।
প্রাপ্তি স্থান : উপজেলা বা জেলা প্রাণিসম্পদ অফিস ।
#আমাদের প্রাণিসম্পদ থাকুক রোগমুক্ত,নিরাপদ --সেই প্রত্যাশায় চাষা আলামিন জুয়েল ।

মন্তব্যসমূহ