পিপিআর রোগ ও টিকা:
(CAJ---PPR MALADY & VACCINE)
পিপিআর (Peste des Petits Ruminants) ছাগলের একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এ রোগ অত্যন্ত ছেঁয়াচে এবং প্রাদুর্ভাব এলাকায় শতকরা প্রায় ১০০ ভাগ ছাগল এ রোগে আক্রান্ত হতে পারে। তবে ভেড়ার চেয়ে ছাগল এ রোগে বেশি সংবেদনশীল। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুর হার শতকরা ৫০-৮০ ভাগ। বাংলাদেশের প্রায় সর্বত্রই এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। সব বয়সের ছাগল এ রোগে আক্রান্ত হতে পারে। তবে, এক বছর পর্যন্ত বয়সের ছাগল এ রোগে বেশি মারা যায়। উচ্চ তাপমাত্রা, পাতলা পায়খান (ডায়রিয়া), পানিশূন্যতা, শ্বাসকষ্ট (সর্দ্দি) মুখে ঘা এ রোগের প্রধান বৈশিষ্ট্য। পোষ্টমর্টেম পর্যবেক্ষণে ক্ষুদ্রান্ত্রে জেব্রা ষ্ট্রাইপিং (Zebra Striping) দেখা যায়।
মাষ্টার সীডঃ লোকাল (শহীদ টিটো) ষ্ট্রেইন। অরিজিনঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, সাভার, ঢাকা।
ব্যবহার বিধিঃ
প্রতি ভায়ালে টিকা ১০০ এমএল ডাইল্যুয়েন্টের সাথে গুলানোর পর প্রতি পশুকে ১ এম এল করে গলার চামড়ার নীচে প্রয়োগ করতে হয়। ৪ মাস বয়সের পশুকে এ টিকা দেওয়া হয়, তবে ২ মাস বয়সের পশুকেও এ টিকা দেওয়া যায়। তবে সেক্ষেত্রে ৬ মাস বয়সে পুনরায় (বুষ্টার) টিকা প্রয়োগ করতে হয়। এই টিকার কার্যকাল ১ বছর।
সরবরাহ : প্রতি ভায়ালে ১০০ মাত্রা টিকা + ১০০ এম এল ডাইল্যুয়েন্ট।
মূল্য : প্রতি ভায়ালঃ ৫০ টাকা।
প্রাপ্তি স্থান : উপজেলা ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় ।
তথ্য প্রদান : বিএলআরআই ।
#আমাদের প্রাণিসম্পদ থাকুক রোগমুক্ত ও নিরাপদ ---চাষা আলামিন জুয়েল ॥
(CAJ---PPR MALADY & VACCINE)
পিপিআর (Peste des Petits Ruminants) ছাগলের একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এ রোগ অত্যন্ত ছেঁয়াচে এবং প্রাদুর্ভাব এলাকায় শতকরা প্রায় ১০০ ভাগ ছাগল এ রোগে আক্রান্ত হতে পারে। তবে ভেড়ার চেয়ে ছাগল এ রোগে বেশি সংবেদনশীল। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুর হার শতকরা ৫০-৮০ ভাগ। বাংলাদেশের প্রায় সর্বত্রই এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। সব বয়সের ছাগল এ রোগে আক্রান্ত হতে পারে। তবে, এক বছর পর্যন্ত বয়সের ছাগল এ রোগে বেশি মারা যায়। উচ্চ তাপমাত্রা, পাতলা পায়খান (ডায়রিয়া), পানিশূন্যতা, শ্বাসকষ্ট (সর্দ্দি) মুখে ঘা এ রোগের প্রধান বৈশিষ্ট্য। পোষ্টমর্টেম পর্যবেক্ষণে ক্ষুদ্রান্ত্রে জেব্রা ষ্ট্রাইপিং (Zebra Striping) দেখা যায়।
মাষ্টার সীডঃ লোকাল (শহীদ টিটো) ষ্ট্রেইন। অরিজিনঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, সাভার, ঢাকা।
ব্যবহার বিধিঃ
প্রতি ভায়ালে টিকা ১০০ এমএল ডাইল্যুয়েন্টের সাথে গুলানোর পর প্রতি পশুকে ১ এম এল করে গলার চামড়ার নীচে প্রয়োগ করতে হয়। ৪ মাস বয়সের পশুকে এ টিকা দেওয়া হয়, তবে ২ মাস বয়সের পশুকেও এ টিকা দেওয়া যায়। তবে সেক্ষেত্রে ৬ মাস বয়সে পুনরায় (বুষ্টার) টিকা প্রয়োগ করতে হয়। এই টিকার কার্যকাল ১ বছর।
সরবরাহ : প্রতি ভায়ালে ১০০ মাত্রা টিকা + ১০০ এম এল ডাইল্যুয়েন্ট।
মূল্য : প্রতি ভায়ালঃ ৫০ টাকা।
প্রাপ্তি স্থান : উপজেলা ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় ।
তথ্য প্রদান : বিএলআরআই ।
#আমাদের প্রাণিসম্পদ থাকুক রোগমুক্ত ও নিরাপদ ---চাষা আলামিন জুয়েল ॥

মন্তব্যসমূহ