CAJ--কৃষিতে নতুন/তরুণ উদ্যোগতাদের স্বাগতম, কিন্তু বুঝেশুনে, সাবধানে ( পুন: পোস্ট ) --------
মাটি, সবুজের সমারোহ, পশু -পাখি আমাদের প্রায় সকলকেই আকৃষ্ট করে । আর তাই মাটির সঙ্গে, কৃষির সঙ্গে রয়েছে আমাদের নাড়ীর সম্পর্ক । আমাদের দেশের বেশীর ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষির সঙ্গে জড়িত । আবার অনেকে নতুন উদ্যোগতা হয়ে কৃষিতে ঝুকছেন । এটা সত্যিই বড় প্রশান্তির, ভীষণ সুখের । দেশ ও জাতীর জন্য সুসংবাদ ।
বর্তমান ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ও এগিয়েছে অনেক দূর । আর সেই সুবাদে আমরা হাতের কাছেই পেয়ে যাচ্ছি আধুনিক/ডিজিটাল বিভিন্ন সেবা । এটার মাধ্যমে একদিকে আমরা যেমন উপকৃত হচ্ছি, তেমনি বেশ কিছু ক্ষতির দিকও কিন্তু রয়েছে । এই প্রজুক্তির সুযোগ কাজে লাগিয়ে আমরা কেউ কেউ শুরু করেছি " ডিজিটাল প্রতারনা" । কারন প্রতারকদের সব থেকে বড় যে গুণাবলী রয়েছে, তাহলো দ্রুত লেবাস পরিবর্তন করে নিজেকে নতুন রুপে উপস্থাপন করা ।
কৃষক, কৃষি পণ্য, কৃষি সংগঠন, কৃষি সেবা --- বিভিন্ন নামে প্রতিনিয়ত বেড়ে চলেছে নতুন ওয়েবসাইট, পেইজ, গ্রুপ । এটা কিন্তু খারাপ নয় । কিন্তু বড় ভয়টা হয়ে দাঁড়ায় তখনই , যখন এর পিছনে লুকিয়ে থাকে প্রতারক চক্র । তাদের বিভিন্ন আঙ্গিকে দেয়া নতুন নতুন চমকপ্রদ পোস্ট মানুষকে আকৃষ্ট, লোভনীয় করে তোলে । খুব অল্প সময়ে কৃষির সাথে সম্পৃক্ত হয়ে ভাগ্য বদলের এক অদ্ভুত স্বপ্ন তৈরি হয়ে যেতে পারে আপনার মাঝেও ।কিছু কিছু পোস্ট পরলে আপনি এতোটাই আকৃষ্ট হবেন যে, অন্য সকল পেশা ছেড়ে দিয়ে শুধুই কৃষি উদ্যোগতা হবার ইচ্ছে তৈরি হয়ে যেতে পারে । এদের চেহারা, লেবাস এবং চমতকার উপস্থাপনা কৌশল দেখে ভালোমানুষ মনে হলেও, আসলে তা মোটেই নয়। বরং মূল উদ্দেশ্য অন্যকে ঠকিয়ে, নিজে লাভবান হওয়া।
আসলে "কৃষি" কি ??
CAJ উত্তর : যারা কৃষি কাজ করেন বা কৃষির সঙ্গে জড়িত, তারা খুব ভালো করে জানেন যে, কৃষি কি বিষয় । আর তাই এসকল প্রলোভনে প্রকৃত কৃষক কম প্রলোভিত/ প্রতারিত হন । কৃষিতে আসার আগে আপনাকেও জানতে হবে , কৃষি কি ? এটা কেমন পেশা ? কতোটা সহজ ? কতো বেশী লাভজনক ?
আপনি যেমন আপনার সন্তানকে আদর, যত্ন, মমতা আর পরিশ্রমের মাধ্যমে তিল তিল করে বড় করে তুলছেন, কৃষি কাজ ঠিক তেমন । এখানে অভিজ্ঞতা, গভীর মনঃসংযোগ,কঠোর শ্রম, সময়, অর্থ, সততা যেমন প্রয়োজন, তেমনি ধৈর্য ধরে তিল তিল করে একে বড় করে তুলতে হয়। তারপরেও অনেক সময়ই প্রকৃতিক দুর্যোগ, বাজার ব্যবস্থাপনার সুব্যবস্থার অভাব, দালালদের দৌরাত্ব সহ নানাবিধ প্রতিকূল পরিস্থিতির কারণে কৃষক ক্ষতির সম্মুখীন হয়ে পরে ।
আমি কিন্ত কৃষি উদ্যোগতা হতে আপনাকে নিরুৎসাহিত করছি না, বরং সম্পৃক্ত হতে অনুরোধ করছি । কিন্তু সেটা বিভ্রান্ত হয়ে নয়,ভুল পথে নয় । আপনি জেনে, বুঝে তারপর শুরু করুন । কিন্ত সেটা কি ভাবে ??
চাষা আলামীন জুয়েল- CAJ সুপারিশ ----
প্রথমত : আপনি কৃষিকে ভালো বাসেন, তাই কৃষিকে পেশা হিসেবে নিতে মন স্থির করেছেন । এবং আপনার প্রয়োজনীয় অর্থ আছে । এ দুটি বিষয় আপনার প্রথম যোগ্যতা । এরপর আমার বা অন্যের কথায় মুগ্ধ হয়ে শুরু করে দিলেই আপনি সফল হবেন ? মোটেই এমনটি ভাবা কোন বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ হবে না । বরং সে ক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভবনাই বেশী ।
তাহলে আপনি কি করবেন ?
দ্বিতীয়ত: কিছূ বিষয় সম্পর্কে আপনাকে আগেই জেনে নিতে হবে । যেমন - স্থির হয়ে ভেবে চিন্তে আপনাকেই খুজে বের করতে হবে, কৃষি সেক্টরের কোন কাজটি আপনার জন্য সহজ, কোন কৃষি কাজটি কম ঝুকি সম্পন্ন, কোন কৃষি পণ্যটির বাজার চাহিদা ভালো এবং আপনার বিপণন ব্যাবস্থার জন্য কোনটি সহজ হবে । এই ৪ টি গুরুত্বপূর্ণ বিষয় জেনে, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিন । সেটি সম্পন্ন হয়ে গেলে এবার সেই বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন এবং কম - বেশী হাতে কলমে প্রশিক্ষণ নিন । "যুব উন্নয়ন"- উপজেলা,জেলা বা সাভার এর অফিস থেকে এসকল বিষয়ে আপনি প্রশিক্ষণ নিতে পারেন । আর সেটা সম্ভব না হলে, যেখানে প্রাইভেট খামার রয়েছে, সেখানে অনুমতি নিয়ে ২/৩ সপ্তাহ সেচ্ছা শ্রম দিন । তাহলে আপনি বাস্তব যে অভিজ্ঞতা অর্জন করবেন, সেটা হয়ে উঠবে আপনার সব থেকে বড় পুঁজি । আর এবার আল্লাহর উপর ভরসা করে শুরু করুন । ইনশাল্লাহ, আপনি বেশীর ভাগ ক্ষেত্রেই সফল হবেন ।
CAJ অনুরোধ : কারো মুখরোচক কথায়, ফাঁদে পরে বা প্রতারনার স্বীকার হয়ে নয়-- বরং নিজেকে প্রস্তুত করে কৃষি কাজে আসুন । তাতে আপনি যেমন লাভবান হবেন, তেমনি লাভবান হবে দেশ ।
#সকল নতুন কৃষি উদ্যোগতাদের স্বাগতম ও শুভ কামনায় -- চাষা আলামীন জুয়েল*
মাটি, সবুজের সমারোহ, পশু -পাখি আমাদের প্রায় সকলকেই আকৃষ্ট করে । আর তাই মাটির সঙ্গে, কৃষির সঙ্গে রয়েছে আমাদের নাড়ীর সম্পর্ক । আমাদের দেশের বেশীর ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষির সঙ্গে জড়িত । আবার অনেকে নতুন উদ্যোগতা হয়ে কৃষিতে ঝুকছেন । এটা সত্যিই বড় প্রশান্তির, ভীষণ সুখের । দেশ ও জাতীর জন্য সুসংবাদ ।
বর্তমান ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ও এগিয়েছে অনেক দূর । আর সেই সুবাদে আমরা হাতের কাছেই পেয়ে যাচ্ছি আধুনিক/ডিজিটাল বিভিন্ন সেবা । এটার মাধ্যমে একদিকে আমরা যেমন উপকৃত হচ্ছি, তেমনি বেশ কিছু ক্ষতির দিকও কিন্তু রয়েছে । এই প্রজুক্তির সুযোগ কাজে লাগিয়ে আমরা কেউ কেউ শুরু করেছি " ডিজিটাল প্রতারনা" । কারন প্রতারকদের সব থেকে বড় যে গুণাবলী রয়েছে, তাহলো দ্রুত লেবাস পরিবর্তন করে নিজেকে নতুন রুপে উপস্থাপন করা ।
কৃষক, কৃষি পণ্য, কৃষি সংগঠন, কৃষি সেবা --- বিভিন্ন নামে প্রতিনিয়ত বেড়ে চলেছে নতুন ওয়েবসাইট, পেইজ, গ্রুপ । এটা কিন্তু খারাপ নয় । কিন্তু বড় ভয়টা হয়ে দাঁড়ায় তখনই , যখন এর পিছনে লুকিয়ে থাকে প্রতারক চক্র । তাদের বিভিন্ন আঙ্গিকে দেয়া নতুন নতুন চমকপ্রদ পোস্ট মানুষকে আকৃষ্ট, লোভনীয় করে তোলে । খুব অল্প সময়ে কৃষির সাথে সম্পৃক্ত হয়ে ভাগ্য বদলের এক অদ্ভুত স্বপ্ন তৈরি হয়ে যেতে পারে আপনার মাঝেও ।কিছু কিছু পোস্ট পরলে আপনি এতোটাই আকৃষ্ট হবেন যে, অন্য সকল পেশা ছেড়ে দিয়ে শুধুই কৃষি উদ্যোগতা হবার ইচ্ছে তৈরি হয়ে যেতে পারে । এদের চেহারা, লেবাস এবং চমতকার উপস্থাপনা কৌশল দেখে ভালোমানুষ মনে হলেও, আসলে তা মোটেই নয়। বরং মূল উদ্দেশ্য অন্যকে ঠকিয়ে, নিজে লাভবান হওয়া।
আসলে "কৃষি" কি ??
CAJ উত্তর : যারা কৃষি কাজ করেন বা কৃষির সঙ্গে জড়িত, তারা খুব ভালো করে জানেন যে, কৃষি কি বিষয় । আর তাই এসকল প্রলোভনে প্রকৃত কৃষক কম প্রলোভিত/ প্রতারিত হন । কৃষিতে আসার আগে আপনাকেও জানতে হবে , কৃষি কি ? এটা কেমন পেশা ? কতোটা সহজ ? কতো বেশী লাভজনক ?
আপনি যেমন আপনার সন্তানকে আদর, যত্ন, মমতা আর পরিশ্রমের মাধ্যমে তিল তিল করে বড় করে তুলছেন, কৃষি কাজ ঠিক তেমন । এখানে অভিজ্ঞতা, গভীর মনঃসংযোগ,কঠোর শ্রম, সময়, অর্থ, সততা যেমন প্রয়োজন, তেমনি ধৈর্য ধরে তিল তিল করে একে বড় করে তুলতে হয়। তারপরেও অনেক সময়ই প্রকৃতিক দুর্যোগ, বাজার ব্যবস্থাপনার সুব্যবস্থার অভাব, দালালদের দৌরাত্ব সহ নানাবিধ প্রতিকূল পরিস্থিতির কারণে কৃষক ক্ষতির সম্মুখীন হয়ে পরে ।
আমি কিন্ত কৃষি উদ্যোগতা হতে আপনাকে নিরুৎসাহিত করছি না, বরং সম্পৃক্ত হতে অনুরোধ করছি । কিন্তু সেটা বিভ্রান্ত হয়ে নয়,ভুল পথে নয় । আপনি জেনে, বুঝে তারপর শুরু করুন । কিন্ত সেটা কি ভাবে ??
চাষা আলামীন জুয়েল- CAJ সুপারিশ ----
প্রথমত : আপনি কৃষিকে ভালো বাসেন, তাই কৃষিকে পেশা হিসেবে নিতে মন স্থির করেছেন । এবং আপনার প্রয়োজনীয় অর্থ আছে । এ দুটি বিষয় আপনার প্রথম যোগ্যতা । এরপর আমার বা অন্যের কথায় মুগ্ধ হয়ে শুরু করে দিলেই আপনি সফল হবেন ? মোটেই এমনটি ভাবা কোন বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ হবে না । বরং সে ক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভবনাই বেশী ।
তাহলে আপনি কি করবেন ?
দ্বিতীয়ত: কিছূ বিষয় সম্পর্কে আপনাকে আগেই জেনে নিতে হবে । যেমন - স্থির হয়ে ভেবে চিন্তে আপনাকেই খুজে বের করতে হবে, কৃষি সেক্টরের কোন কাজটি আপনার জন্য সহজ, কোন কৃষি কাজটি কম ঝুকি সম্পন্ন, কোন কৃষি পণ্যটির বাজার চাহিদা ভালো এবং আপনার বিপণন ব্যাবস্থার জন্য কোনটি সহজ হবে । এই ৪ টি গুরুত্বপূর্ণ বিষয় জেনে, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিন । সেটি সম্পন্ন হয়ে গেলে এবার সেই বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন এবং কম - বেশী হাতে কলমে প্রশিক্ষণ নিন । "যুব উন্নয়ন"- উপজেলা,জেলা বা সাভার এর অফিস থেকে এসকল বিষয়ে আপনি প্রশিক্ষণ নিতে পারেন । আর সেটা সম্ভব না হলে, যেখানে প্রাইভেট খামার রয়েছে, সেখানে অনুমতি নিয়ে ২/৩ সপ্তাহ সেচ্ছা শ্রম দিন । তাহলে আপনি বাস্তব যে অভিজ্ঞতা অর্জন করবেন, সেটা হয়ে উঠবে আপনার সব থেকে বড় পুঁজি । আর এবার আল্লাহর উপর ভরসা করে শুরু করুন । ইনশাল্লাহ, আপনি বেশীর ভাগ ক্ষেত্রেই সফল হবেন ।
CAJ অনুরোধ : কারো মুখরোচক কথায়, ফাঁদে পরে বা প্রতারনার স্বীকার হয়ে নয়-- বরং নিজেকে প্রস্তুত করে কৃষি কাজে আসুন । তাতে আপনি যেমন লাভবান হবেন, তেমনি লাভবান হবে দেশ ।
#সকল নতুন কৃষি উদ্যোগতাদের স্বাগতম ও শুভ কামনায় -- চাষা আলামীন জুয়েল*



মন্তব্যসমূহ