লাইলাতুল ক্বদর :
আজ শেষ হয়ে যাচ্ছে ২০ শে রমজান । বাকি রয়েছে ১০ দিন । এই দশদিনেই লুকিয়ে আছে একটি বিশেষ রাত -(লাইলাতুল-ক্বদর)। যে রাতটি হাজার মাসের চেয়ে ও উত্তম। অর্থাৎ এক হাজার মাসব্যাপী ইবাদত করলে যে সওয়াব অর্জন করবে, এই একটি মাত্র রাত্রে সঠিকভাবে ইবাদত করতে পারলে তারচেয়ে ও বেশী নেকী ও কল্যানের অধিকারী হয়ে যাবে।এই রাতের ইবাদত সমূহ হচ্ছেঃ সালাতুল তারাবীহ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, যিকির,দোয়া ও ইস্তিগফার।
হযরত মা আয়েশা (রাঃ) প্রশ্ন করেছিলেন,ইয়া রাসূলুল্লাহ! আমি লাইলাতুল-ক্বদর পেয়ে গেলে কোন দোয়াটি বেশী বেশী করে আমল করবো? রাসূল(সাঃ) বললেন পড়ঃ ["আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী"]....
অর্থাৎঃ হে আল্লাহ! আপনি অনেক বেশী ক্ষমাকারী। ক্ষমা করা পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন...
________♻{ আহমদ, তিরমীযি, ইবনে মাজাহ্ }
________ [ শবে কদরের রাত হাজার
মাসের চেয়ে ও উত্তম ]______
__________♲♲{সূরা ক্বদরঃ ০৩}
শবে কদরেরের কিছু নির্দেশন হলোঃ
============
☛ রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না
☛ মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে
☛ ঐ রাতে বৃষ্টি হতে পারে
☛ নাতিশীতোষ্ণ হবে (অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না)
☛ সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে
☛ কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন
☛ সকালের হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো
___________♻{ বুখারী হাঃ ২০২১, মুসলিম হাঃ ৭৬২}
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমরা রমজানের শেষ দশদিনের বেজোড় (২১,২৩,২৫,২৭,২৯)রাতে শবে ক্বদর তালাশ কর
_________♲♲{ বুখারী হাঃ২০২০, মুসলিম হাঃ ১১৬৯}
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল ক্বদর-এ ইবাদত বন্দেগীতে রাত্রী জাগরণ করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে...
__________♻{ বুখারী হাঃ ৩৫ }
কৃতজ্ঞতা স্বীকার : মো : জুবায়ের ।
#আল্লাহ পাক সবাইকে বেশী বেশী ইবাদত করে নেক আমল অর্জন করার তৌফিক দান করুক, আমীন....চাষা আলামিন জুয়েল ॥
আজ শেষ হয়ে যাচ্ছে ২০ শে রমজান । বাকি রয়েছে ১০ দিন । এই দশদিনেই লুকিয়ে আছে একটি বিশেষ রাত -(লাইলাতুল-ক্বদর)। যে রাতটি হাজার মাসের চেয়ে ও উত্তম। অর্থাৎ এক হাজার মাসব্যাপী ইবাদত করলে যে সওয়াব অর্জন করবে, এই একটি মাত্র রাত্রে সঠিকভাবে ইবাদত করতে পারলে তারচেয়ে ও বেশী নেকী ও কল্যানের অধিকারী হয়ে যাবে।এই রাতের ইবাদত সমূহ হচ্ছেঃ সালাতুল তারাবীহ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, যিকির,দোয়া ও ইস্তিগফার।
হযরত মা আয়েশা (রাঃ) প্রশ্ন করেছিলেন,ইয়া রাসূলুল্লাহ! আমি লাইলাতুল-ক্বদর পেয়ে গেলে কোন দোয়াটি বেশী বেশী করে আমল করবো? রাসূল(সাঃ) বললেন পড়ঃ ["আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী"]....
অর্থাৎঃ হে আল্লাহ! আপনি অনেক বেশী ক্ষমাকারী। ক্ষমা করা পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন...
________♻{ আহমদ, তিরমীযি, ইবনে মাজাহ্ }
________ [ শবে কদরের রাত হাজার
মাসের চেয়ে ও উত্তম ]______
__________♲♲{সূরা ক্বদরঃ ০৩}
শবে কদরেরের কিছু নির্দেশন হলোঃ
============
☛ রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না
☛ মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে
☛ ঐ রাতে বৃষ্টি হতে পারে
☛ নাতিশীতোষ্ণ হবে (অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না)
☛ সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে
☛ কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন
☛ সকালের হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো
___________♻{ বুখারী হাঃ ২০২১, মুসলিম হাঃ ৭৬২}
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমরা রমজানের শেষ দশদিনের বেজোড় (২১,২৩,২৫,২৭,২৯)রাতে শবে ক্বদর তালাশ কর
_________♲♲{ বুখারী হাঃ২০২০, মুসলিম হাঃ ১১৬৯}
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল ক্বদর-এ ইবাদত বন্দেগীতে রাত্রী জাগরণ করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে...
__________♻{ বুখারী হাঃ ৩৫ }
কৃতজ্ঞতা স্বীকার : মো : জুবায়ের ।
#আল্লাহ পাক সবাইকে বেশী বেশী ইবাদত করে নেক আমল অর্জন করার তৌফিক দান করুক, আমীন....চাষা আলামিন জুয়েল ॥
মন্তব্যসমূহ