০৯ এপ্রিল ২০১৭ ১১:১৯
ট্যানারি বর্জ্য দিয়ে হাঁস- মুরগী ও মাছের খাবার বন্ধে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে আপিল বিভাগ:
ট্যানারি বর্জ্য দিয়ে হাঁস- মুরগী ও মাছের খাবার বন্ধে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে পোল্ট্রি ও মাছের খাবার প্রস্তুতকারক সমিতির করা আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ। চ্যনেল আই অনলাইনকে তিনি বলেন, পোল্ট্রি ও মাছের খাবার প্রস্তুতকারক সমিতির করা আপিল পুনরুজ্জীবিত করার আবেদন রোবাবার আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন।
রোববারের এই আদেশের ফলে ট্যানারি বর্জ্য দিয়ে মুরগী ও মাছের খাবার তৈরি বন্ধে আগের রায়ই বহাল থাকলো।
২০১০ সালের ২৬ জুলাই জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ বিষয়ে একটি রিট মামলা দায়ের করেন।
সে রিট শুনানির ধারাবাহিকতায় ট্যানারি বর্জ্য দিয়ে হাঁস-মুরগি ও মাছের খাবার তৈরি বন্ধ ও উৎপাদনকারী কারখানাগুলো বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।
সেই সঙ্গে ওই কাজে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে এবং পোল্ট্রি ফুড উৎপাদনে ট্যানারি বর্জ্যের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা করার নির্দেশ দেওয়া হয়।
এর পর হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

মন্তব্যসমূহ